IPL 2022 MI vs RR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 02, 2022 | 9:30 AM

শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) নামবে সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে।

IPL 2022 MI vs RR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস

Follow Us

মুম্বই: আজ, শনিবার আইপিএল (IPL 2022) অষ্টম দিন। আজ রয়েছে ডাবল হেডার। শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) নামবে সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে। এখনও অবধি আইপিএলের ৮টি ম্যাচ হয়েছে। তবে একটি করে ম্যাচে খেলেছে মুম্বই ও রাজস্থান। ৫ বারের আইপিএলজয়ী মুম্বই এ বারের আইপিএলে তাদের প্রথম ম্যাচে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরেছিল। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬১ রানে জিতে এ বারের আইপিএল শুরু করেছে রাজস্থান। দুই দলই তাদের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে। ফলে আজ বিশেষ নজর থাকবে দুই দলের ওপর।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কবে হবে?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি (২ এপ্রিল) আজ, শনিবার হবে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কোথায় হবে?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে ৩০মিনিটে। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের লাইভ স্ট্রিমিং?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রাইলি মেরেডিথ।

রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।

আরও পড়ুন: IPL 2022: গম্ভীর ভাইয়ার জন্যই আজ এই জায়গায়, বলছেন আয়ুষ বাদোনি

আরও পড়ুন: IPL 2022: শিবমের ওভারের সঙ্গে উইল স্মিথ-ক্রিস রকের চড় মাড়ার তুলনা টানলেন বীরু

আরও পড়ুন: IPL 2022: জাদেজা কি শুধু টস করার অধিনায়ক? প্রশ্ন ক্রিকেট মহলের

Next Article