IPL 2022 GT Fixtures: এক নজরে দেখে নিন আসন্ন আইপিএলে নতুন দল গুজরাতের সূচি
এ বারের আইপিএলের গ্রুপ পর্বে গুজরাত টাইটান্স খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে গুজরাতের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি....
আমেদাবাদ: এ বারের আইপিএল (IPL) আর ৮ দলের নয়, ১০টি দল অংশ নেবে আসন্ন আইপিএলে। আমেদাবাদ ও লখনউ দুটো নতুন ফ্র্যাঞ্চাইজি খেলবে আইপিএল-১৫-তে। আমেদাবাদের দলটির নাম হল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আমেদাবাদের ফ্র্যাঞ্জাইজি কিনেছে সিভিসি ক্যাপিটালস। ৫ হাজার ৬২৫ কোটি টাকার বিনিময়ে টিম কিনেছে তারা। তবে ফ্র্যাঞ্চাইজি সমস্যা কাটিয়ে দলগঠনে অনেক দেরিতে হাত লাগায় আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটিংয়ের মাধ্যমে শুভমন গিল (৮ কোটি), হার্দিক পান্ডিয়া (১৫ কোটি), রশিদ খান (১৫ কোটি) এই তিন ক্রিকেটারকে আগেই দলে নেয় গুজরাত টাইটান্স। এর পর লকি ফার্গুসন, ডেভিড মিলারদের মতো তারকা প্লেয়ারদের নিলাম থেকে কেনে গুজরাত। আসন্ন আইপিএলে গুজরাতের প্রথম ম্যাচ অপর নতুন দল লখনউয়ের বিরুদ্ধে।
এ বারের আইপিএলের গ্রুপ পর্বে গুজরাত টাইটান্স খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে গুজরাতের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি….
মার্চ ২৮ – বনাম লখনউ সুপার জায়ান্টস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ২ – বনাম দিল্লি ক্যাপিটালস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ৮ – বনাম পঞ্জাব কিংস (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ১১ – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ১৪ – বনাম রাজস্থান রয়্যালস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ১৭ – বনাম চেন্নাই সুপার কিংস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ২৩ – বনাম কলকাতা নাইট রাইডার্স (ডিওয়াই পাতিল, বিকেল ৩টে ৩০ মিনিট)
এপ্রিল ২৭ – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
এপ্রিল ৩০ – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ব্র্যাবোর্ন, বিকেল ৩টে ৩০ মিনিট)
মে ৩ – বনাম পঞ্জাব কিংস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
মে ৬ – বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
মে ১০ – বনাম লখনউ সুপার জায়ান্টস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
মে ১৫ – বনাম চেন্নাই সুপার কিংস (ওয়াংখেড়ে, বিকেল ৩টে ৩০ মিনিট)
মে ১৯ – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
আইপিএল ২০২২ মেগা নিলামের আগে তিন ক্রিকেটারকে ড্রাফ্টিংয়ে নিয়েছিল গুজরাত। নিলাম শেষে ২২ জনের দল গড়েছে টিম গুজরাত।
গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।
আরও পড়ুন: IPL 2022: আবার আইপিএলে কামব্যাক লাসিথ মালিঙ্গার
আরও পড়ুন: IPL 2022: আরসিবি ফ্যানদের বিরাট বার্তা কোহলির
আরও পড়ুন: IPL 2022 SRH Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে হায়দরাবাদের সূচি