AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022 PBKS Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে পঞ্জাব কিংসের সূচি

এ বারের আইপিএলের গ্রুপ পর্বে পঞ্জাব কিংস খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে পঞ্জাবের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি....

IPL 2022 PBKS Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে পঞ্জাব কিংসের সূচি
IPL 2022 PBKS Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে পঞ্জাব কিংসের সূচি
| Edited By: | Updated on: Mar 09, 2022 | 10:08 PM
Share

পঞ্জাব: আইপিএল-১৫-র (IPL) দ্বিতীয় দিন টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস (Punjab Kings)। লোকেশ রাহুল আইপিএল ২০২২ নিলামের (IPL 2022 Auction) আগে দল ছেড়ে চলে গিয়েছেন। তাঁর জায়গায় পঞ্জাবের ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয়েছে ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) কাঁধে। ২৬ মার্চ শুরু হবে এ বারের আইপিএল। আসন্ন আইপিএলের দ্বিতীয় দিনই রয়েছে ডাবল হেডার। এবং দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামবে মায়াঙ্ক আগরওয়ালের দল। এই টুর্নামেন্টে একবারও চ্যাম্পিয়ন হয়নি পঞ্জাব। তাই নতুন দল নিয়ে ট্রফির খরা কাটানোই লক্ষ্য পঞ্জাব শিবিরের।

এ বারের আইপিএলের গ্রুপ পর্বে পঞ্জাব কিংস খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে পঞ্জাবের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি….

২৭ মার্চ- বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১ এপ্রিল- বনাম কলকাতা নাইট রাইডার্স (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৩ এপ্রিল- বনাম চেন্নাই সুপার কিংস (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৮ এপ্রিল- বনাম গুজরাত টাইটান্স (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৩ এপ্রিল- বনাম মুম্বই ইন্ডিয়ান্স (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৭ এপ্রিল- বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ডিওয়াই পাতিল, বিকেল ৩টে ৩০মিনিট)

২০ এপ্রিল- বনাম দিল্লি ক্যাপিটালস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২৫ এপ্রিল- বনাম চেন্নাই সুপার কিংস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২৯ এপ্রিল- বনাম লখনউ সুপার জায়ান্টস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৩ মে- বনাম গুজরাত টাইটান্স (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৭ মে- বনাম রাজস্থান রয়্যালস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৩ মে- বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৬ মে- বনাম দিল্লি ক্যাপিটালস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২২ মে- বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

আইপিএল ২০২২ মেগা নিলামের আগে দুই ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল প্রীতির দল। নিলাম শেষে ২৫ জনের দল গড়েছে টিম পঞ্জাব।

পঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, শাহরুখ খান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডেন স্মিথ, রাহুল চাহার, হরপ্রীত বরার, রাজ বাওয়া, বৈভব আরোরা, নাথান এলিস, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, জীতেশ শর্মা, প্রেরক মাঁকড়, বলতেজ ধান্ডা, অংশ প্যাটেল ও অথর্ব তাইডে।

আরও পড়ুন: IPL 2022 RCB Fixtures: এক নজরে দেখে নিন আসন্ন আইপিএলে আরসিবির সূচি