IPL 2022 RCB Fixtures: এক নজরে দেখে নিন আসন্ন আইপিএলে আরসিবির সূচি

এ বারের আইপিএলের গ্রুপ পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে আরসিবির গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি....

IPL 2022 RCB Fixtures: এক নজরে দেখে নিন আসন্ন আইপিএলে আরসিবির সূচি
IPL 2022 RCB Fixtures: এক নজরে দেখে নিন আসন্ন আইপিএলে আরসিবির সূচি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2022 | 8:47 PM

বেঙ্গালুরু: আইপিএলের  (IPL)  তিন বারের রানার্স আপ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) এ বার টুর্নামেন্ট শুরু করবে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসের বিরুদ্ধে। আইপিএলের ১৫ তম সংস্করণ শুরু হতে চলেছে ২৬ মার্চ। এখনও পর্যন্ত এক বারও কাপের স্বাদ পায়নি আরসিবি (RCB)। গত মরসুমের সময়ই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন, তিনি আর আরসিবির ক্যাপ্টেনেক দায়িত্ব পালন করবেন না। তাই মেগা নিলামে ব্যাঙ্গালুরুর এই ফ্র্যাঞ্চাইজির নজর ছিল নেতা বাছার দিকে। প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ দু’প্লেসিকে তাঁরা ৭ কোটি টাকা দিয়ে এ বারের মেগা নিলাম থেকে তুলে নিয়েছে। আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন, এর আগে জানিয়েছিলেন, দু’প্লেসির মধ্যে নেতা হওয়ার জন্য যা যা দরকার সেই গুণাবলী রয়েছে। তাই তাঁকে নেওয়ার জন্য রীতিমতো কোমর বেঁধে আইপিএলের নিলামের আসরে নেমেছিল আরসিবি। তবে ভারতীয় কুড়ি-বিশের লিগের ৯টি ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেনের নাম জনসমক্ষে থাকলেও, এখনও ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়নি আরসিবির পক্ষ থেকে।

এ বারের আইপিএলের গ্রুপ পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে আরসিবির গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি….

২৭ মার্চ: বনাম পঞ্জাব কিংস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৩০ মার্চ: বনাম কলকাতা নাইট রাইডার্স (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৫ এপ্রিল: বনাম রাজস্থান রয়্যালস (ওয়াংখেড়ে , সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৯ এপ্রিল: বনাম মুম্বই ইন্ডিয়ান্স (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১২ এপ্রিল: বনাম চেন্নাই সুপার কিংস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৬ এপ্রিল: বনাম দিল্লি ক্যাপিটালস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৯ এপ্রিল: বনাম লখনউ সুপার জায়ান্টস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২৩ এপ্রিল: সানরাইজার্স হায়দরাবাদ (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২৬ এপ্রিল: বনাম রাজস্থান রয়্যালস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৩০ এপ্রিল: বনাম গুজরাট টাইটান্স (ব্র্যাবোর্ন, বিকেল ৩টে ৩০মিনিট)

৪ মে: বনাম চেন্নাই সুপার কিংস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৮ মে: বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ওয়াংখেড়ে, বিকেল ৩টে ৩০মিনিট)

১৩ মে: বনাম পঞ্জাব কিংস (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৯ মে: বনাম গুজরাট টাইটান্স (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

আইপিএল ২০২২ মেগা নিলামের আগে তিন ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল আরসিবি। নিলাম শেষে ২২ জনের দল গড়েছে টিম ব্যাঙ্গালোর।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, লভনীথ সিসোদিয়া, ডেভিড উইলি।