AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: এক মরসুমে ১০০০ ছয়ের রেকর্ডের কাছে আইপিএল-২০২২

চলতি আইপিএলে রানের বন্যা বয়েছে রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলারের ব্যাট থেকে। এই মরসুমে সব থেকে বেশি চার (৫৬টি) এবং সব থেকে বেশি ছয়ও (৩৭টি) এসেছে বাটলারের ব্যাট থেকেই। এ

IPL 2022: এক মরসুমে ১০০০ ছয়ের রেকর্ডের কাছে আইপিএল-২০২২
রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলারImage Credit: Twitter
| Edited By: | Updated on: May 16, 2022 | 4:59 PM
Share

মুম্বই: টি-২০ (T20) ক্রিকেটে মুড়ি-মুড়কির মতো চার-ছয় না থাকলে মজা আসে নাকি! না আসে না। আর আইপিএল (IPL) মানেই এক একটা ম্যাচে পাওয়ারহিটারদের চার-ছয়ের বন্যা। তবে আইপিএলের মঞ্চে শুধু পাওয়ার হিটাররাই নয়, চার-ছয় মেরে তাক লাগিয়ে দেন একাধিক ক্রিকেটার। চলতি আইপিএলেও (IPL 2022) দর্শকরা রীতিমতো উপভোগ করছে ১০ দলের চার-ছয়ের প্রদর্শন। এ বারের আইপিএলে একাধিক দারুণ ক্যাচ নিতে দেখা গিয়েছে শুভমন গিল, রাহুল ত্রিপাঠীদের। তেমনই এক একটা বোলিং স্পেলে প্রতিপক্ষদের উড়িয়ে দিয়েছেন যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব, ভানিন্দু হাসারঙ্গারা। ঠিক তেমনই চলতি আইপিএলে রানের বন্যা বয়েছে রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলারের ব্যাট থেকে। এই মরসুমে সব থেকে বেশি চার (৫৬টি) এবং সব থেকে বেশি ছয়ও (৩৭টি) এসেছে বাটলারের ব্যাট থেকেই। এক মরসুমে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড ভেঙে দিয়েছে আইপিএল-২০২২। এ বারই এক মরসুমে ১০০০ ছয়ের রেকর্ডের কাছে পৌঁছে গিয়েছে আইপিএল-১৫।

আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি ছয় এসেছে যে ছয় বছরে —

১) ২০২২ – ৮৭৩* (৬২ ম্যাচে*)

২) ২০১৮ – ৮৭২ (৬০ ম্যাচে)

৩) ২০১৯ – ৭৮৪ (৬০ ম্যাচে)

৪) ২০২০ – ৭৩৪ (৬০ ম্যাচে)

৫) ২০১২ – ৭৩২ (৭৫ ম্যাচে)

৬) ২০১৪ – ৭১৪ (৬০ ম্যাচে)

এ বারের আইপিএলের সব থেকে লম্বা ছক্কা —

চলতি আইপিএলে এখনও অবধি ৬৩টি ম্যাচ হয়েছে। তার মধ্যে সব থেকে লম্বা ছয়টি এসেছে পঞ্জাব কিংসের তারকা ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে। ১১ কোটি ৫ লক্ষ টাকা দিয়ে এ বারের আইপিএলের মেগা নিলাম থেকে ইংল্যান্ডের এই তারকা প্লেয়ারকে কিনেছিল প্রীতির দল।

আইপিএল-২০২২ এর সব থেকে বড় ছয়ের তালিকায় প্রথম পাঁচ-এ রয়েছে যেগুলি —

  1. লিয়াম লিভিংস্টোন (পঞ্জাব কিংস) – ১১৭ মিটার (গুজরাত টাইটান্সের মহম্মদ সামির বলে)
  2. ডিওয়াল্ড ব্রেভিস (মুম্বই ইন্ডিয়ান্স) – ১১২ মিটার (পঞ্জাব কিংসের রাহুল চাহারের বলে)
  3. লিয়াম লিভিংস্টোন (পঞ্জাব কিংস) – ১০৮ মিটার (চেন্নাই সুপার কিংসের মুকেশ চৌধুরির বলে)
  4. নিকোলাস পুরান (সানরাইজার্স হায়দরাবাদ) – ১০৮ মিটার (দিল্লি ক্যাপিটালসের অনরিখ নর্টজের বলে)
  5. জস বাটলার (রাজস্থান রয়্যালস) – ১০৭ মিটার (দিল্লি ক্যাপিটালসের শার্দূল ঠাকুরের বলে)