AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023: আইপিএলে কোন দল কাকে রাখল? রইল তালিকা…

IPL 2023 Player Retentions List: আগামী আইপিএলের জন্য কোন দল কাদের রেখে দিল, কাকেই বা ছেড়ে দিল! অনেক তারকাকেই ছেড়ে দেওয়া হল। তাদের ফের নিলামে দেখা যাবে!

IPL 2023: আইপিএলে কোন দল কাকে রাখল? রইল তালিকা...
Image Credit: twitter
| Edited By: | Updated on: Nov 16, 2022 | 12:05 AM
Share

নয়াদিল্লি : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। এ বার নিউজিল্যান্ড সফর ভারতীয় দলের। এরই মাঝে কার্যত আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। গত আইপিএল থেকেই বেড়েছে দল। ৮ দল থেকে হয়েছে ১০ দলের প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন হয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। আগামী আইপিএলের জন্য দল গোছানোর কাজ চলছিলই। ডিসেম্বরের মিনি আইপিএলের আগে আজই ছিল প্লেয়ার রিটেনশনের শেষ দিন। আগামী আইপিএলের জন্য কোন দল কাদের রেখে দিল, কাকেই বা ছেড়ে দিল! অনেক তারকাকেই ছেড়ে দেওয়া হল। তাদের ফের নিলামে দেখা যাবে! Tv9Bangla-য় রইল সম্পূর্ণ তালিকা।

চেন্নাই সুপার কিংস

যে প্লেয়ারদের রাখা হয়েছে : মহেন্দ্র সিং ধোনি, অম্বাতি রায়ডু, দীপক চাহার, ডেভন কনওয়ে, ডোয়েন প্রিটোরিয়াস, মহেশ থিকসানা, মাতিসা পাথিরানা, মিচেল স্য়ান্টনার, মইন আলি, মুকেশ চৌধুরি, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারকেকার, রবীন্দ্র জাডেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, সিমরনজিৎ সিং, শুভ্রাংশু সেনাপতি, তুষার দেশপান্ডে।

যাঁদের ছাড়া হল : অ্যাডাম মিলন্, হরি নিশান্ত, ক্রিস জর্ডন, ডোয়েন ব্র্যাভো, ভগৎ ভার্মা, কেএম আসিফ, জগদীশন, রবিন উথাপ্পা

দিল্লি ক্যাপিটালস

যে প্লেয়ারদের রাখা হয়েছে : আমান খান, অনরিখ নর্টজে, অক্ষর প্য়াটেল, চেতন সাকারিয়া, ডেভিড ওয়ার্নার, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, ললিত যাদব, লুনগি এনগিডি, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, প্রবীণ দুবে, পৃথ্বী শ, রিপল প্য়াটেল, ঋষভ পন্থ, রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, খলিল আহমেদ, বিকি ওসওয়াল, যশ ধুল।

যাঁদের ছাড়া হল : অশ্বিন হেবার, শ্রীকার ভারত, মনদীপ সিং, টিম সিফার্ট

গুজরাট টাইটান্স

যে প্লেয়ারদের রাখা হয়েছে : অভিনব সদারঙ্গানি, আলজারি জোসেফ, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া, জয়ন্ত যাদব, ম্যাথিউ ওয়েড, মহম্মদ সামি, নুর আহমেদ, প্রদীপ সাঙ্গওয়ান, সাই কিশোর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, শুভমন গিল, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, যশ দয়াল

যাঁদের ছাড়া হল : ডমিনিক ড্রেকস, গুরকীরত সিং, জেসন রয়, বরুণ অ্যারন

কলকাতা নাইট রাইডার্স

যে প্লেয়ারদের রাখা হয়েছে : আন্দ্রে রাসেল, অনকূল রায়, হর্ষিত রানা, লকি ফার্গুসন, নীতীশ রানা, রহমানুল্লা গুরবাজ, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, শ্রেয়স আইয়ার, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার

যাঁদের ছাড়া হল : অ্যারন ফিঞ্চ, অভিজিৎ তোমর, অজিঙ্ক রাহানে, অ্যালেক্স হেলস, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, মহম্মদ নবি, প্য়াট কামিন্স, প্রথম সিং, রমেশ কুমার, রশিক দার, স্যাম বিলিংস, শেলডন জ্যাকসন, শিবম মাভি

লখনউ সুপার জায়ান্টস

যে প্লেয়ারদের রাখা হয়েছে : আবেশ খান, আয়ুষ বাদোনি, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, করণ শর্মা, লোকেশ রাহুল, ক্রুনাল পান্ডিয়া, কাইল মেয়ার্স, মনন ভোরা, মার্কাস স্টইনিস, মার্ক উড, মায়াঙ্ক যাদব, মহসিন খান, কুইন্টন ডি’কক, রবি বিষ্ণোই।

যাঁদের ছাড়া হল : অ্যান্ড্রু টাই, অঙ্কিত সিং রাজপুত, দুষ্মন্ত চামিরা, এভিন লুইস, জেসন হোল্ডার, মণীশ পান্ডে, শাহবাজ নাদিম

মুম্বই ইন্ডিয়ান্স

যে প্লেয়ারদের রাখা হয়েছে : আকাশ মাধওয়াল, অর্জুন তেন্ডুলকর, ডিওয়াল্ড ব্রেভিস, হৃতিক শোকিন, ঈশান কিষাণ, জেসন বেহরেনডর্ফ, জসপ্রীত বুমরা, জোফ্রা আর্চার, কুমার কার্তিকেয়, আর্শাদ খান, তিলক বর্মা, রমনদীপ সিং, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, ত্রিস্তান স্টাবস

যাঁদের ছাড়া হল : অনমোলপ্রীত সিং, আরিয়ান জুয়েল, বসিল থাম্পি, ড্যানিয়েল স্যামস, ফ্যাবিয়ান অ্যালেন, জয়দেব উনাদকাট, কায়রন পোলার্ড, মায়াঙ্ক মারকান্ডে, মুরুগান অশ্বিন, রাহুল বুদ্ধি, রাইলি মেরেডিথ, সঞ্জয় যাদব, টিমাল মিলস

পঞ্জাব কিংস

যে প্লেয়ারদের রাখা হয়েছে : শিখর ধাওয়ান, শাহরুখ খান, রাহুল চাহার, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, রাজ অঙ্গদ বাওয়া, প্রভসিমরন সিং, ঋষি ধাওয়ান, জীতেশ শর্মা, বলতেজ সিং, অথর্ব তাইডে, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, জনি বেয়ারস্টো, নাথান এলিস, ভানুকা রাজাপক্ষে।

যাঁদের ছাড়া হল : মায়াঙ্ক আগরওয়াল, ওডিন স্মিথ, বৈভব অরোরা, বেনি হাউয়েল, ঈশান পোড়েল, অংশ প্যাটেল, প্রেরক মানকাড, সন্দীপ শর্মা, ঋত্বিক চ্যাটার্জি।

রাজস্থান রয়্যালস

যে প্লেয়ারদের রাখা হয়েছে : দেবদত্ত পাডিকাল, ধ্রুব জুড়েল, জস বাটলার, কেসি কারিয়াপ্পা, কুলদীপ সেন, কুলদীপ যাদব, নবদীপ সাইনি, ওবেড ম্যাকয়, প্রসিদ্ধ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিন, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, ট্রেন্ট বোল্ট, যশস্বী জয়সোয়াল, যুজবেন্দ্র চাহাল

যাঁদের ছাড়া হল : অণুনয় সিং, কর্বিন বশ, ড্য়ারেল মিচেল, জিমি নিশাম, করুণ নায়ার, নাথান কুল্টার-নাইল, রাসি ভ্য়ান ডার ডুসেন, শুভম গেরওয়াল, তেজস বারোকা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

যে প্লেয়ারদের রাখা হয়েছে : আকাশ দীপ, অনুজ রাওয়াত, ডেভিড উইলি, দীনেশ কার্তিক, ফাফ ডুপ্লেসি, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল, জশ হ্যাজলউড, কর্ন শর্মা, মহিপাল লোমরোর, মহম্মদ সিরাজ, রজত পাতিদার, শাহবাজ আহমেদ, সিদ্ধার্থ কউল, সূয়াশ প্রভুদেশাই, বিরাট কোহলি, ওয়ানিন্দু হাসারঙ্গা

যাঁদের ছাড়া হল : অনেশ্বর গৌতম, চামা মিলিন্দ, লুভনিথ সিসোদিয়া, শেরফান রাদারফোর্ড

সানরাইজার্স হায়দরাবাদ

যে প্লেয়ারদের রাখা হয়েছে : আব্দুল সামাদ, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, ভুবনেশ্বর কুমার, ফজলহক ফারুকি, গ্লেন ফিলিপস, কার্তিক ত্যাগি, মার্কো জানসেন, রাহুল ত্রিপাঠি, নটরাজন, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর

যাঁদের ছাড়া হল : জগদীশন সূচিত, কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, প্রিয়ম গর্গ, রবি সামর্থ, রোমারিও শেপার্ড, সৌরভ দুবে, শন অ্যাবট, শশাঙ্ক সিং, শ্রেয়স গোপাল, সুশান্ত মিশ্র, বিষ্ণু বিনোদ