AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RR vs SRH, IPL 2023 Match Prediction: প্লে অফের সম্ভাবনা তলানিতে, রাজস্থানের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ হায়দরাবাদের

Rajasthan Royals vs Sunrisers Hyderabad: দুটো দলই তাদের শেষ পাঁচটি ম্যাচে চারটিতে পরাজয়ের পর বেরিয়ে এসেছে। জয়ের জন্য মরিয়া উভয় দলই।

RR vs SRH, IPL 2023 Match Prediction: প্লে অফের সম্ভাবনা তলানিতে, রাজস্থানের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ হায়দরাবাদের
Image Credit: Twitter
| Edited By: | Updated on: May 07, 2023 | 10:00 AM
Share

জয়পুর: চলতি আইপিএলে দুটি দলের প্রথম সাক্ষাতে শেষ হাসি হেসেছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদ ৭২ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে। এ বার জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুটি টিম। চলতি আইপিএলে দুই দলের অবস্থানের তফাৎ অনেকটা। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্রথম চারের মধ্যে রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবলের একেবারে তলানিতে সানরাইজার্স হায়দরাবাদ। ৯ ম্যাচে ছয় পয়েন্ট। রাজস্থানের বিরুদ্ধে আজ হায়দরাবাদের টিকে থাকার লড়াই। মরণ বাঁচন ম্যাচে এইডেন মার্করামদের কঠিন চ্যালেঞ্জ। হারলেই বিদায়, এটা মাথায় রেখেই নামবে হায়দরাবাদ। দুটো দলই তাদের শেষ পাঁচটি ম্যাচে চারটিতে পরাজয়ের পর বেরিয়ে এসেছে। জয়ের জন্য মরিয়া উভয় দলই। বিস্তারিত Tv9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুক্রবার রাতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৯ উইকেটে বড় হার হজম করেছে রাজস্থান রয়্যালস। ম্যাচে চতুর্থ বিদেশি খেলোয়াড় হিসেবে জেসন হোল্ডারের পরিবর্তে খেলানো হয়েছিল অ্যাডাম জাম্পাকে। কিন্তু ৩ ওভারে ৪০টি রান খরচ করে উইকেটহীন থেকে যান। জাম্পার ওভারে হাতের সুখ করে নেন হার্দিক পান্ডিয়ারা। রবিবারে ম্যাচে রয়্যালসের স্বস্তির জায়গা হল, ওবেদ ম্যাককয় একেবারে ফিট। হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা জোর। মিডল অর্ডারে জো রুটকে খেলানোর কথাও ভাবতে পারে।

দলে ১৩.২ কোটি টাকার বিনিময়ে কেনা ব্যাটার হ্যারি ব্রুক। ইডেন গার্ডেন্সে একটি শতরানের পর থেকে ব্রুকের ব্যাট শান্তই থেকেছে। হ্যারি ব্রুকের প্রতিভা নিয়ে প্রশ্ন নেই। যদিও তাঁর বর্তমান ফর্মে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। পয়েন্ট টেবলে হায়দরাবাদের অবস্থান তার প্রমাণ। রবিবারের ম্য়াচে ব্রুকের জায়গায় গ্লেন ফিলিপসকে খেলাতে পারে কমলা বাহিনী। জয়পুরের মাঠে একাদশে ফেরানো হতে পারে উমরান মালিককে।