আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। চেন্নাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল। মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। লিগ পর্বে শীর্ষস্থানে ছিল কলকাতা নাইট রাইডার্স। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে পুরো টুর্নামেন্টেই। লিগ পর্বে মাত্র তিনটি ম্যাচ হেরেছে কেকেআর। এর মধ্যে ক্লোজ ম্যাচও ছিল। দুটো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। প্রথম কোয়ালিফায়ারেই ফাইনাল নিশ্চিত করেছিল কেকেআর। আজ টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। ফাইনাল। তার আগে কেকেআরের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে। তবে চিন্তার কথাও শোনালেন।
আইপিএলের ডিজিটাল সম্প্রচারকার করা জিও সিনেমায় ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে ফাইনালের প্রসঙ্গে বলেন, ‘কেকেআর অলরাউন্ড পারফরম্যান্স করেছে। ব্যাটিং হোক বা বোলিং, অনবদ্য পারফর্ম করেছে। কেকেআর এতটাই ভালো পারফর্ম করেছে যে রিঙ্কু সিং এখনও সে ভাবে সুযোগই পায়নি। টিমে একাধিক বিধ্বংসী ব্যাটার রয়েছে। তেমনই মিচেল স্টার্কের মতো পেসার ফর্মে ফিরেছে। ও গত ম্যাচেই ওর ইমপ্যাক্ট দেখেছি আমরা। পাশাপাশি শ্রেয়স আইয়ারও দুর্দান্ত ছন্দে।’
কলকাতা নাইট রাইডার্সকে অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনিল কুম্বলে। বলছেন, ‘শ্রেয়স দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে। ঠান্ডা মাথায় খুব সুন্দর ভাবে নিজের কাছে যে অস্ত্র রয়েছে সেগুলো সঠিক ভাবে ব্যবহার করছে শ্রেয়স। রাসেলের থেকে সেরা পারফরম্যান্স বের করে এনেছে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভরসা দিয়েছে।’
গত মরসুমে আন্দ্রে রাসেলের পারফরম্যান্স নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। তাঁকে নতুন মরসুমে রিটেইন করা হবে কিনা, এই নিয়েও জল্পনা ছিল। রাসেলকে রাখা হয়। ভরসার মর্যাদা দিয়েছেন রাসেল। সে কথা মনে করিয়ে দিতে ভুললেন না অনিল কুম্বলে।