KL Rahul Catch ভিডিয়ো: কিপিং করছেন না, আউট ফিল্ডেও লোকেশ রাহুলের অনবদ্য ক্যাচ
IPL 2024, DC vs LSG: অভিষেক-শেই হোপ জুটি ভাঙে রবি বিষ্ণোইয়ের সৌজন্যে। অনবদ্য ক্যাচে শেই হোপকে ফেরান লখনউ ক্যাপ্টেন লোকেশ রাহুল। অফ সাইডের বাইরে ৯২ কিমি গতির ডেলিভারি। ফ্রন্টফুট অফ ড্রাইভ খেলতে চেয়েছিলেন শেই হোপ। যদিও বল মাটিতে রাখতে পারেননি। জোরালো শট। হাওয়ায়। দ্রুত বল আসে। লোকেশ রাহুল ডানদিকে প্রথম চেষ্টায় বল কালেক্ট করতে পারেননি।
গত কয়েক দিন থেকেই আলোচনায় ছিল লখনউ সুপার জায়ান্টস। যদিও সেটা নেতিবাচক দিক থেকেই। টিমের কর্ণধারের আচরণে অস্বস্তিতে পড়েছিল লখনউ সুপার জায়ান্টস শিবির। দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে নানা জল্পনা চলছিল। লোকেশ রাহুল আদৌ খেলবেন, নেতৃত্ব দেবেন কিনা, এমন অনেক আশঙ্কা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামলেও কিপিং করছেন না লোকেশ রাহুল। আউট ফিল্ডে অনবদ্য একটা ক্যাচে মুগ্ধ করলেন।
ভারতীয় দলের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিয়মিত কিপিং করছিলেন লোকেশ রাহুল। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কিপিংয়ে কুইন্টন ডি’কক। লোকেশ রাহুলের নতৃত্বেই খেলছে লখনউ সুপার জায়ান্টস। দিল্লির এই মাঠ ব্যাটারদের স্বর্গ। এ বারের আইপিএলে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে সর্বনিম্ন স্কোর ১৯৯! প্রতি ম্যাচেই এখানে ২০০ প্লাস স্কোর দেখা গিয়েছে। দিল্লির অভিষেক পোড়েল-শেই হোপ জুটিও তেমনই ভয়ঙ্কর ব্যাটিং করছিল।
অভিষেক-শেই হোপ জুটি ভাঙে রবি বিষ্ণোইয়ের সৌজন্যে। অনবদ্য ক্যাচে শেই হোপকে ফেরান লখনউ ক্যাপ্টেন লোকেশ রাহুল। অফ সাইডের বাইরে ৯২ কিমি গতির ডেলিভারি। ফ্রন্টফুটে অফ ড্রাইভ খেলতে চেয়েছিলেন শেই হোপ। যদিও বল মাটিতে রাখতে পারেননি। জোরালো শট। হাওয়ায়। দ্রুত বল আসে। লোকেশ রাহুল ডানদিকে প্রথম চেষ্টায় বল কালেক্ট করতে পারেননি।
Taken on the second attempt 😎
Partnership broken thanks to a Klassy catch 💪
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #DCvLSG | @klrahul | @LucknowIPL pic.twitter.com/0EVa392SKT
— IndianPremierLeague (@IPL) May 14, 2024
শট এতটাই জোরালো ছিল হাতে লেগে ছিটকে যায় বল। তবে দৌড়ে, ডাইভ দিয়ে দ্বিতীয় সুযোগে দুর্দান্ত ক্যাচ লোকেশ রাহুলের। এ মরসুমেও উইকেটের পিছনে চোখ ধাঁধানো কিছু ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল। আউট ফিল্ডেও যে তিনি দুর্দান্ত, এই ক্যাচই তার প্রমাণ।