SRH vs CSK IPL 2024 Match Prediction: ধোনিদের জন্য ‘মুম্বই ফাঁদ’ তৈরি রাখছে কামিন্সের হায়দরাবাদ!

Sunrisers Hyderabad vs Chennai Super Kings, IPL 2024 Preview: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রানের অবিশ্বাস্য ম্যাচ খেলেছিল কামিন্সের টিম। রানের বিস্ফোরণ দেখে ঘুম ছুটে গিয়েছিল ক্রিকেট প্রেমীদের। অনেকেই বলতে শুরু করেছিলেন, টি-টোয়েন্টি লিগে ৩০০ রান আর খুব দূরে নয়। মজার কথা হল, ওই রকম একটা ম্যাচ খেলার পরও হায়দরাবাদ কাঙ্খিত ছন্দ খুঁজে পায়নি। আজ আবার ঘরের মাঠে নামবে অরেঞ্জ আর্মি।

SRH vs CSK IPL 2024 Match Prediction: ধোনিদের জন্য 'মুম্বই ফাঁদ' তৈরি রাখছে কামিন্সের হায়দরাবাদ!
SRH vs CSK IPL 2024 Match Prediction: ধোনিদের জন্য 'মুম্বই ফাঁদ' তৈরি রাখছে কামিন্সের হায়দরাবাদ!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2024 | 10:00 AM

কলকাতা: আইপিএলে কখন যে কী হয়! আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়-এর মতো ঘটনা রোজ ঘটছে। ম্যাচ জিতে হইচই ফেলে দিচ্ছে একটা টিম তো পরের ম্যাচেই আবার অবাক করে হেরে বসছে। টি-টোয়েন্টি ক্রিকেট রোমাঞ্চে ভরা। কিন্তু আইপিএল যেন সাপ-লুডোর খেলা। জয়-হার, হার-জয়ের সরণিতে হাঁটতে হাঁটতে কে যে কখন প্লে-অফের স্বপ্ন হাতছাড়া করে বসবে, বোঝাই যায় না। যদিও এ বারের আইপিএল সবে হাঁটতে শুরু করেছে, তারই মধ্যে রং ছড়াতে শুরু করেছে টুর্নামেন্ট। আর সেই জায়গা থেকেই বেরিয়ে আসার চেষ্টা করছে সানরাইজার্স হায়দরাবাদ। আজ মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের স্বপ্নে বুঁদ অরেঞ্জ আর্মি।

প্যাট কামিন্সের টিম প্রথম ম্যাচেই হেরে বসেছিল কেকেআরের কাছে। ইডেনের সেই হার থেকে শিক্ষা নিতেও দেরি করেননি হেনরিক ক্লাসেন, অভিষেক শর্মারা। পরের ম্য়াচেই প্রবল ভাবে ফিরেও এসেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রানের অবিশ্বাস্য ম্যাচ খেলেছিল কামিন্সের টিম। রানের বিস্ফোরণ দেখে ঘুম ছুটে গিয়েছিল ক্রিকেট প্রেমীদের। অনেকেই বলতে শুরু করেছিলেন, টি-টোয়েন্টি লিগে ৩০০ রান আর খুব দূরে নয়। মজার কথা হল, ওই রকম একটা ম্যাচ খেলার পরও হায়দরাবাদ কাঙ্খিত ছন্দ খুঁজে পায়নি। আজ আবার ঘরের মাঠে নামবে অরেঞ্জ আর্মি। হায়দরাবাদ কিন্তু ধোনির টিমের জন্য ‘মুম্বই ফাঁদ’ তৈরি রাখছে। কী সেটা? সোজা কথা, শুরু থেকে ঝড় বইয়ে দেবেন এইডেন মার্কব়্যামরা। এমন একটা স্কোর খাড়া করবে হায়দরাবাদ, যা টপকে যাওয়া দূরের কথা, তাড়া করতে গিয়েই চাপে পড়ে যাবে প্রতিপক্ষ।

কামিন্স যাই ভাবুন না কেন, ধোনির চেন্নাইকে কিন্তু হেলাফেলা করা যাবে না। আইপিএলের টিমগুলোর মধ্যে সবচেয়ে ভারসাম্য সিএসকের। অধিকাংশ ক্রিকেটার দীর্ঘদিন রয়েছেন টিমের সঙ্গে। অভিজ্ঞতাও প্রচুর। জাডেজা, ধোনির পাশাপাশি রাচিন রবীন্দ্রর মতো তরুণরাও পারফর্ম করছেন। কিন্তু এই চেন্নাই গত ম্যাচে দিল্লির কাছে হেরে গিয়েছে। ফলে কিছুটা হলেও চাপে থাকবে সিএসকে। জয়ে ফিরতে হবে যেমন, তেমন পারফর্মও করতে হবে তরুণদের। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ও মুখিয়ে রয়েছেন টিমকে জয়ের ফেরানোর জন্য। আগের ম্যাচে টপ অর্ডার রান পায়নি। হলুদ আর্মি ভুলত্রুটি শুধরে আবার জেতার জন্য ঝাঁপাবে। ধোনির ছন্দে ফেরা স্বস্তিতে রাখছে টিমকে। তবে বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান বিশ্বকাপের ভিসা করানোর জন্য দেশে ফিরেছেন। তিনি এই ম্য়াচে খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।