
কলকাতা: যদি ঝড় থাকে তাঁর ব্যাটে, কেকেআরের জয় কার্যত নিশ্চিত। বছরের পর বছর বহু ম্যাচেই এই একই তত্ত্বে সাফল্য পেয়েছে নাইটরা। গত বারও অবদান রেখেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিল দল। এ বারও কি তাই হবে? টুর্নামেন্টের শুরুতে রান পাচ্ছিলেন না। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে প্লে-অফের স্বপ্নে আন্দ্রে রাসেলই জয় দিয়ে গেলেন টিমকে। ব্যাট হাতে সেই চেনা ঝড় দেখা গেল। জয়ের ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল। রাসেল দ্য মাসল কি শেষ লগ্নে খেতাবের কাছাকাছি নিয়ে যাবেন কেকেআরকে?
এই তারকা অলরাউন্ডার এ বার এক বড় নজির গড়লেন ইডেন গার্ডেন্সে। রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ১ রানে হারায় কেকেআর। এই ম্যাচেই অনেক দিন পর চেনা ছন্দে পাওয়া গেল আন্দ্রে রাসেলকে। ৪০৬ দিন বাদে কেকেআরের জার্সিতে হাফসেঞ্চুরি প্লাস স্কোর করলেন তিনি। বিধ্বংসী ব্যাটিং করেন। তাঁর এই ইনিংসে ছিল ৬টি ছয় ও ৪টি চার। এর ফলেই এক নতুন মাইলফলকে রাসেল। আইপিএলের ইতিহাসে কেকেআর ব্যাটারদের মধ্যে ইডেনের মাটিতে তৃতীয় ব্যাটার হিসেবে হাজার রানের গণ্ডি পেরোলেন রাসেল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় প্রথম তিনেই থাকবেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন আর খুব একটা খেলেন না। তবে গোটা বিশ্বের একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর দর আকাশছোঁয়া। বোলিং থেকে ব্যাটিং— সবেতেই সাবলীল। নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত পুরো বিশ্বে। বছরে একাধিক দেশের লিগে নিজের দাপট দেখান এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে এই সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে জনপ্রিয় আইপিএল খেলেই সাফল্যের শিখরে পৌঁছেছেন আন্দ্রে রাসেল। এই লিগে ২০১২ সাল থেকে খেলছেন। শুরুর দুই মরসুম দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন। ২০১৪ সাল থেকে নাইট রাইডার্সের হয়েই খেলছেন। কেকেআরে বড় ভরসা এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে দু-বার চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পার সঙ্গে একাসনে। ইডেন গার্ডেন্সে কেকেআরের হয়ে গৌতম গম্ভীর করেছেন ১,৪০৭ রান। রবিন উথাপ্পার রয়েছে ১,১৫৯ রান। ইডেন লেজেন্ডস তালিকায় তৃতীয় সদস্য হলেন রাসেল। তিনি মাত্র ৪১ ইনিংসেই এই কৃতিত্ব অর্জন করেছেন। এখনও অবধি যদি তাঁর আইপিএলের পরিসংখ্যানের দিকে নজর দেওয়া হয়, দেখা যাবে ১৩৮ ম্যাচে তিনি ১৭৪ স্ট্রাইক রেটে ২,৬১৩ রান করেছেন। পাশাপাশি বল হাতে ১২৩ উইকেটও নিয়েছেন। যা তাঁকে লিগের ইতিহাসের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডারদের একজন করে তুলেছে।