Virat Kohli: অহঙ্কার আমার… বিরাট কোহলি কেন বললেন এমন কথা?
IPL 2025, Royal Challengers Bengaluru: মনে হচ্ছে যেন, এই আইপিএলের জন্যই নিজেকে তৈরি করেছেন। ১৮ বছরে পা দিয়েছে আইপিএল। কিন্তু কখনও ট্রফি জেতেনি বিরাটের আরসিবি। সেই যন্ত্রণা নানা সময় উগড়ে দিয়েছেন। কেরিয়ারের শেষ দিকে এসে দাঁড়িয়েছেন। এ বার সেই আক্ষেপ মেটাতে মরিয়া বিরাট।

কলকাতা: নিজে কত বড় ক্রিকেটার, কখনও মাথায় রাখেন না। বরং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলাই তাঁর ব্যাটিংয়ের মূলমন্ত্র। মর্ডান ক্রিকেটে অন্যতম সফল ব্যাটসম্যান বিরাট কোহলি। সম্প্রতি আরও একটি মাইলফলক অতিক্রম করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩০০০ রান করা প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে। এ বারের আইপিএলের শুরু থেকে ছন্দে রয়েছেন বিরাট। প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন। সবচেয়ে বড় কথা হল, সাবলীল এবং চেনা ছন্দেই দেখা যাচ্ছে তাঁকে। মনে হচ্ছে যেন, এই আইপিএলের জন্যই নিজেকে তৈরি করেছেন। ১৮ বছরে পা দিয়েছে আইপিএল। কিন্তু কখনও ট্রফি জেতেনি বিরাটের আরসিবি। সেই যন্ত্রণা নানা সময় উগড়ে দিয়েছেন। কেরিয়ারের শেষ দিকে এসে দাঁড়িয়েছেন। এ বার সেই আক্ষেপ মেটাতে মরিয়া বিরাট।
জিওহটস্টারে এক সাক্ষাৎকারে ভিকে বলেছেন, “আমার কাছে ব্যাটিং কখনই অহংকারের বিষয় নয়। কখনওই কাউকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা ছিল না। সবসময় পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি। আমি এর জন্য গর্বিত। পরিস্থিতির অনুযায়ী খেলতে চাই।” তিনি আরও যোগ করেন, “যে কোনও ছন্দে থাকা ক্রিকেটার মাঠে নামলে যা করত, আমিও তাই করি। শুধু নিজের কথা ভেবে খেলি না। টিমের জন্য অবদান রাখার চেষ্টা করি।”
আইপিএলের ইতিহাসে বিরাট ইতিমধ্যেই সর্বোচ্চ রানের মালিক। ২৫৬ ম্যাচ খেলে ৮১৬৮ রান করেছেন। তাঁর কথায়, “রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম তিন বছরে আমি টপ অর্ডারে ব্যাট করার খুব বেশি সুযোগ পাইনি। নীচের দিকে ব্যাট করতে পাঠানো হত। কিন্তু ২০১০ সাল থেকে আমি ভালো পারফর্ম করতে শুরু করি। ২০১১ সাল থেকে আমি পাকাপাকি ভাবে ৩ নম্বরে ব্যাটিং শুরু করি। সেই কারণে আইপিএলে ভালো জায়গায় আসতে পেরেছি।”
