
কলকাতা: দেখতে দেখতে আইপিএল (IPL) ফাইনাল এল বলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণের ট্রফির শেষ লড়াই ৩ জুন, মঙ্গলবার। ওই দিন ম্যাচ শুরু হওয়ার আগে হবে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান। প্রতি বছর ক্রিকেট প্রেমীদের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও সমাপ্তি অনুষ্ঠানে বাড়তি নজর থাকে। এ বছর আইপিএলের ক্লোজিং সেরেমনিতে কী কী হবে? জেনে নিন বিস্তারিত।
টুর্নামেন্টের পুরনো সূচি অনুযায়ী এ বারের আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ মে। ভেনু ছিল ইডেন গার্ডেন্স। কিন্তু মাঝপথে আইপিএল স্থগিত হয়েছিল। কারণ, মাস খানেক আগে পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গিরা ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল। এরপর ক্ষোভের আগুনে কার্যত জ্বলছিল গোটা দেশ। তারপর অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনা ওই জঙ্গি হামলার যোগ্য জবাব দিয়েছিল। পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনারা। ওই সময় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত কারণে কয়েকটি বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। ওই সময় আইপিএলও স্থগিত রাখা হয়েছিল। পরে ভেনু সীমিত করে ফের আইপিএল শুরু হয়েছিল। তারপরই বদলে গিয়েছে আইপিএল ফাইনালের দিন ও ভেনুও।
ইডেন থেকে সরে আইপিএলের ফাইনাল হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আরসিবি ফাইনালে উঠেছে। এর আগে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছিলেন, ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানানো হবে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান। পুরো সমাপ্তি অনুষ্ঠানের থিমই দেশের সেনাদের সম্মান প্রদর্শন। তিনি এও জানিয়েছিলেন যে, আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতীয় সেনার তিন সিনিয়র কর্তাকে বোর্ড আমন্ত্রণ জানিয়েছে। যদিও তাঁরা আসবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্ট। যেখানে উল্লেখ করা হয়েছে, আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন। তাতে রয়েছে শঙ্কর মহাদেবন, সিদ্ধার্থ মহাদেবন ও শিবম মহাদেবনের ছবি। তাতে সময় লেখা রয়েছে সন্ধে ৬টা, ৩ জুন। যদিও বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
SHANKAR MAHADEVAN AND HIS TWO SONS WILL PAY TRIBUTE TO INDIAN ARMED FORCES AT IPL FINAL. 🇮🇳#IPLFinals #Ahmedabad pic.twitter.com/dWPuB56qzN
— Faruk🐦 (@uf2151593) June 1, 2025