
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সফর শুরু হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সে। এ মরসুমের মাঝপথে পরিবর্ত হিসেবে সই করানো হয়েছিল ডিওয়াল্ড ব্রেভিসকে। মেগা অকশনে অবিক্রিতই ছিলেন বেবি এবি নামে পরিচিত এই তারকা অলরাউন্ডার। হঠাৎই চেন্নাই শিবিরে ডাক আসে। গত দুই ম্যাচে তরুণ ক্রিকেটার শেখ রশিদ ও আয়ুষ মাহত্রের ডেবিউ হয়েছে। এ দিন আইপিএল না হলেও হলুদ জার্সিতে অভিষেক ব্রেভিসের। তাও আবার মহেন্দ্র সিং ধোনির মাইলফলকের ম্যাচে। কেরিয়ারের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ ধোনির।
চেন্নাই এ মরসুমে আর ধোনিদের দুর্গ নেই। হোম ম্যাচে মাত্র একটি জয়। আজ সানরাইজার্সের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ম্যাচ। দু-দলই একই পরিস্থিতিতে। হার মানেই পিছন দিকে হাঁটা। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স ক্যাপ্টেন প্যাট কামিন্স। টসের পর সানরাইজার্স ক্যাপ্টেন বলেন, ‘নতুন ভেনু। সকলেই আত্মবিশ্বাসী। পিচ ভালো হলে বড় স্কোর গড়তে পারি। কিন্তু না হলে একটু সমস্যা হয়েছে। আমাদের একটাই সমস্যা, পার্টনারশিপ প্রয়োজন। এখানে পিচ দেখে মনে হচ্ছে ড্রাই। সে কারণে একটা বড় স্কোর তোলার ভাবনা রয়েছে।’
মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘আমিও টস জিতলে বোলিংই নিতাম, কারণ পরের দিকে শিশিরের প্রভাব পড়বে। গত রাতেই সেটা দেখেছি। কোনও বিভাগেই আমরা ভালো খেলতে পারিনি। রেজাল্ট ভুলে আমরা একটা প্রসেসে থাকতে চাই, ছেলেরা যাতে খেলাটা উপভোগ করতে পারে। আমরা নতুনদের সুযোগ দিয়ে দেখতে চাই। একসঙ্গে ছ’টা ম্যাচ দেখছি না। প্রতিটা ম্যাচ ধরে এগোতে চাই। পিচ নিয়ে আমরাও নিশ্চিত নই। মাঠকর্মীরা চেষ্টা করে। সব সময় সেটা হয় না।’
চেন্নাই সুপার কিংসের একাদশ: শেখ রশিদ, আয়ুষ মাহত্রে, স্যাম কারান, রবীন্দ্র জাডেজা, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, দীপক হুডা, মহেন্দ্র সিং ধোনি, নুর আহমেদ, খলিল আহমেদ, মাতিসা পাথিরানা
ইমপ্যাক্ট অপশন- অংশুল কম্বোজ, রবিচন্দ্রন অশ্বিন, জেমি ওভার্টন, কমলেশ নাগরকোটি, রামকৃষ্ণ ঘোষ
সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, প্য়াট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, মহম্মদ সামি
ইমপ্যাক্ট অপশন- ট্রাভিস হেড, অভিনব মনোহর, সচিন বেবি, রাহুল চাহার, উইয়ান মুল্ডার