
দিল্লিতে ঠান্ডা আবহাওয়া! এমনটাই জানালেন সঞ্চালক তথা ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। ক্রিকেটারদের কাছে যা কিছুটা স্বস্তির হতে পারে। অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্য়াপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। দু-দল দু-রকম পরিস্থিতিতে। দিল্লি অনেকটাই ভালো জায়গায় রয়েছে। অন্য দিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কাছে প্রত্যেকটা ম্যাচই এখন কঠিন পরীক্ষা। আর মরণ বাঁচন ম্যাচে টিমে বদলও করলেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে।
টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন অক্ষর প্য়াটলের। দিল্লি অবশ্য সেম টিম খেলাচ্ছে। টসের পর অক্ষর জানান, এই পিচও স্লো মনে হচ্ছে। তবে গত ম্যাচের তুলনায় বেটার। দিল্লি প্রথমে বোলিং করায় পিচ বুঝে নেওয়ার সুযোগ পাবে, এমনই দাবি অক্ষরের। কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে বলেন,’আমরা একটা বদল করেছি। অনুকূল রায় টিমে। মনে হয়েছে, বাঁ হাতি স্পিনার ভালো অপশন হতে পারে। আমাদের কাছে সব ম্যাচই এখন নকআউট। তবে প্রতিটা ম্যাচ ধরে এগোতে যাই। অনেক ক্ষেত্রে পিচ বোঝা কঠিন। দ্রুত পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে হবে।’
কেকেআর শিবিরে বাড়তি নজর থাকবে বার্থ ডে বয় আন্দ্রে রাসেলের দিকে। এ মরসুমে এখনও অবধি ছাপ ফেলতে পারেননি রাসেল। উল্টোদিকে, কুলদীপ যাদব ও বিপরাজ নিগমের মতো দুই রিস্ট স্পিনার রয়েছেন, যাঁরা রাসেলকে চাপে ফেলতে পারেন।
দিল্লি ক্যাপিটালসের একাদশ: ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, করুণ নায়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামিরা, কুলদীপ যাদব, মুকেশ কুমার
ইমপ্যাক্ট অপশন- সমীর রিজভি, আশুতোষ শর্মা, জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, ত্রিপুরানা বিজয়, ডোনোভান ফেরেরা
কলকাতা নাইট রাইডার্সের একাদশ: রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অংকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়
ইমপ্যাক্ট অপশন-মণীশ পাণ্ডে, মায়াঙ্ক মারকান্ডে, বৈভব অরোরা, রমনদীপ সিং, লাভনীত সিসোদিয়া