
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চড়াই-উতরাই মাঝে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কোনও ম্যাচে দুর্দান্ত খেলছে টিম। আবার কোনও ম্যাচে ব্যাটিং বিপর্যয়। সবচেয়ে অস্বস্তি ওপেনিং জুটির ফর্ম। কুইন্টন ডিকক একটা ম্যাচেই মাত্র ভরসা করার মতো ব্যাটিং করেছিলেন। অবশেষে পরিবর্তনের পথে হাঁটল কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে পঞ্জাবের মাঠে চূড়ান্ত লজ্জার হার। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য কেকেআরের। কী পরিবর্তন হল জেনে নিন বিস্তারিত।
যেমনটা ম্যাচ প্রিভিউতে লেখা হয়েছিল, ওপেনিংয়ে কুইন্টনের পরিবর্তে দেখা যেতে পারে গুরবাজকে। ঠিক সেটাই হল। এবং অনরিখ নর্টজের পরিবর্তে মইন আলিকে আনা হল। ঘরের মাঠে টস জিতলেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কেকেআর। রাহানে জানান, এই মাঠে রান তাড়া করা বেটার। পিচ দেখে মনে হচ্ছে ড্রাই। একটু বুঝে নিতে পারব। প্রত্যেকে চেষ্টা করছে, সকলেই আত্মবিশ্বাসী। মিডল অর্ডার নিয়ে খুব একটা চিন্তা করছি না। গুরবাজ এবং মইন আলি টিমে এসেছে।
গুরবাজকে হাফ-বাঙালি বলার একটা বিশেষ কারণ রয়েছে। কয়েক দিন আগেই ঘরের মাঠে ম্যাচের পর মাঠকর্মীদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন আফগানিস্তানের কিপার-ব্যাটার রহমানুল্লা গুরবাজ। বাংলাতেও জবাব দিয়েছিলেন। সে সময় গুরবাজ নিজেই মন্তব্য় করেছিলেন, হাফ আফগানিস্তান, হাফ ইন্ডিয়ান, হাফ বাঙালি তিনি। গুরবাজ দীর্ঘ সময় কেকেআরে রয়েছে। এ মরসুমে প্রথম ম্যাচ খেলছেন।
কলকাতা নাইট রাইডার্সের একাদশ: সুনীল নারিন, রহমানুল্লা গুরবাজ, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, মইন আলি, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী
ইমপ্যাক্ট অপশন-অংকৃষ রঘুবংশী, মণীশ পান্ডে, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লাভনীথ সিসোদিয়া
গুজরাট টাইটান্স একাদশ: শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ,
ইমপ্যাক্ট অপশন- ইশান্ত শর্মা, করিম জানাত, মহীপাল লোমরোর, অনুজ রাওয়াত, আর্শাদ খান