KKR vs RR Confirmed Playing XI, IPL 2025: ইমপ্যাক্টে কে নামবেন হর্ষিত না অনুকূল! জোড়া পরিবর্তন কেকেআরের

Kolkata Knight Riders vs Rajasthan Royals Confirmed Playing XI in Bengali: প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় রাজস্থান রয়্যালস অনেক বেশি খোলা মনে খেলতে পারবে। তুলনায় হোম গ্রাউন্ডে চাপে কলকাতা নাইট রাইডার্সই। আর ইডেনে টস জিতলেন অজিঙ্ক রাহানে। জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কেকেআর ক্যাপ্টেন। কারণও জানালেন।

KKR vs RR Confirmed Playing XI, IPL 2025: ইমপ্যাক্টে কে নামবেন হর্ষিত না অনুকূল! জোড়া পরিবর্তন কেকেআরের
Image Credit source: BCCI

May 04, 2025 | 3:19 PM

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাত নাইট রাইডার্স। তবে ট্রফি ধরে রাখতে হলে এ বার প্রতিটা ম্যাচ নকআউট ধরেই খেলতে হবে। গত ম্যাচটি ছিল দিল্লি ক্য়াপিটালসের মাঠে। অ্যাওয়ে ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আজ ঘরের মাঠে নাইটদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। প্রথম লেগে এই টিমকে হারিয়েছিল কেকেআর। যদিও প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় রাজস্থান রয়্যালস অনেক বেশি খোলা মনে খেলতে পারবে। তুলনায় হোম গ্রাউন্ডে চাপে কলকাতা নাইট রাইডার্সই। আর ইডেনে টস জিতলেন অজিঙ্ক রাহানে। জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। কারণও জানালেন।

প্রত্যাশামতোই কেকেআর কম্বিনেশনে বদল হয়েছে। রোভম্যান পাওয়েল ও অনুকূল রায় ইমপ্য়াক্ট তালিকায়। টিমে এসেছেন মইন আলি ও রমনদীপ সিং। রোভম্যান সীমিত সুযোগ পেয়েছেন। তবে গত ম্যাচে আন্দ্রে রাসেল তুলনামূলক ভালো পারফর্ম করায় ভরসা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তেমনই ইডেনে ড্রাই পিচ দেখে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাহানে। পরের দিকে স্পিনাররা সুবিধা পেতে পারেন বলে মনে করছে কেকেআর শিবিরও। পিচ রিপোর্টেও তেমন অনুমান করেছেন। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে দ্বিধায় পড়তে পারে কেকেআর। হর্ষিত নাকি অনুকূল! রাজস্থান টিমেও পরিবর্তন। কুনাল সিং রাঠোরকে সুযোগ দেওয়া হয়েছে।

কলকাতা নাইট রাইডার্সের একাদশ: রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অংকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মইন আলি, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, রমনদীপ সিং।

ইমপ্যাক্ট অপশন- হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, লাভনীত সিসোদিয়া, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল

রাজস্থান রয়্যালস একাদশ: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, কুনাল সিং রাঠোর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, যুধবীর সিং, আকাশ মাধওয়াল

ইমপ্যাক্ট অপশন: শুভম দুবে, তুষার দেশপান্ডে, কুমার কার্কিতেয়, অশোক শর্মা, কোয়েনা মাপাখা