
ঘরের মাঠে ম্যাচ। কিন্তু মরসুমের প্রথম হোম ম্যাচে পরিস্থিতি সম্পর্কে ধোঁয়াশা রয়েছে। প্রতিটা দলই এ মরসুমে প্রথম হোম ম্যাচে টস জিতলে রান তাড়ারই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন। যদিও ঋষভ পন্থ কিংবা রজত পাতিদারের ক্ষেত্রে হয়নি। এর ফলও ভুগতে হয়েছিল। শ্রেয়স আইয়ার টস জিতে যেন দীর্ঘশ্বাস ফেললেন। সিদ্ধান্ত? অবশ্যই রান তাড়ার কথাই জানালেন পঞ্জাব কিংস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তাঁর পরিষ্কার বার্তা, মুল্লানপুরের মরসুমের প্রথম ম্যাচ, পরিস্থিতি বুঝে নিতে চান।
রাজস্থান রয়্যালসের কাছে ইতিবাচক দিক, ফুল ফিট সার্টিফিকেট পাওয়ায় ক্যাপ্টেন্সিতে ফিরেছেন সঞ্জু স্যামসন। রাজস্থান নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে। রয়্যালস ক্যাপ্টেন সঞ্জু স্যামসন জানালেন, গত ম্যাচটিতে তাঁর টিম কার্যত নিখুঁত জয় পেয়েছে। রাজস্থানের জন্য় আরও স্বস্তি, ক্যাপ্টেনের পাশাপাশি ফর্মে ফিরেছেন নীতীশ রানা। তবে তুষার দেশপান্ডের সামান্য চোট রয়েছে বলে জানালেন সঞ্জু। পরিবর্তে টিমে এসেছেন যুধবীর সিং।
মুল্লানপুরে গত মরসুমে মূলত স্পিনারদের দাপট দেখা গিয়েছে। পঞ্জাব কিংস টিমে যেমন যুজবেন্দ্র চাহাল রয়েছেন, তেমনই রাজস্থানে ওয়ানিন্দু হাসারঙ্গা। এই দু-জন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রোজেক্ট পঞ্জাব। এ মরসুমে ঢেলে দল সাজিয়েছেন প্রীতি-পন্টিংরা। তা সঠিক পথেই রয়েছে, জানালেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। সম্প্রচারকারী চ্যানেলে বলেন, ‘লক্ষ্য ছিল জাহাজ যেন ঝড়ঝাপ্টা সামলে ধিরস্থির থাকে, এখনও অবধি সেটা করতে পেরেছি।’
পঞ্জাব কিংস একাদশ: শ্রেয়স আইয়ার, প্রভসিমরন সিং, মার্কাস স্টইনিস, নেহাল ওয়াদেরা, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, সূর্যাংশ শেড়গে, মার্কো জানসেন, অর্শদীপ সিং, লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহাল
ইমপ্যাক্ট অপশন: প্রিয়াংশ আর্য, হরপ্রীত ব্রার, প্রবীণ দুবে, বিষ্ণু বিনোদ, বিজয়কুমার বিশাখ
রাজস্থান রয়্যালস একাদশ: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, যুধবীর সিং, সন্দীপ শর্মা।
ইমপ্যাক্ট অপশন: কুনাল সিং রাঠোর, শুভম দুবে, ফজলহক ফারুকি, কুমার কার্তিকেয়, আকাশ মাধওয়াল