CSK vs PBKS Playing XI IPL 2025: পঞ্জাবের জন্য নতুন চমক ধোনির! কী হতে পারে কম্বিনেশন?

CSK vs PBKS Preview: আগামী মরসুমের পরিকল্পনার কথা বলে দিয়েছেন। যে কারণে নতুন নতুন মুখকে সুযোগ দেওয়া হচ্ছে। আইপিএলে আজ ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচেও নতুন মুখ দেখা যেতে পারে।

CSK vs PBKS Playing XI IPL 2025: পঞ্জাবের জন্য নতুন চমক ধোনির! কী হতে পারে কম্বিনেশন?
Image Credit source: X

Apr 30, 2025 | 12:30 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল। পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। কিন্তু আইপিএলের এ মরসুমে পরিস্থিতি সঙ্গীন। পয়েন্ট টেবলে সকলের শেষে রয়েছে চেন্নাই সুপার কিংস। অঙ্কের বিচারে এখনই তাদের আউট বলা যায় না। বাস্তব যাই হোক, মহেন্দ্র সিং ধোনির কথাগুলোই যেন কানে বাজে। তিনি ইতিমধ্যেই আগামী মরসুমের পরিকল্পনার কথা বলে দিয়েছেন। যে কারণে নতুন নতুন মুখকে সুযোগ দেওয়া হচ্ছে। আইপিএলে আজ ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচেও নতুন মুখ দেখা যেতে পারে।

চেন্নাই সুপার কিংসে এ বার সবচেয়ে বড় সমস্যা ব্যাটিং। পার্টনারশিপের অভাব। অন্যান্য সমস্যা থাকলেও সেগুলো আড়ালে থেকে যাচ্ছে ব্যাটিং ব্যর্থতার জন্য। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে হলে এই জায়গাতেই উন্নতি করতে হবে। গত তিন ম্যাচে চেন্নাইয়ের নতুন মুখ দেখা গিয়েছে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেখ রশিদ, এরপর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আয়ুষ মাহত্রে, গত ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে চেন্নাই জার্সিতে অভিষেক হয়েছিল ডিওয়াল্ড ব্রেভিসের। আজকের ম্যাচে বিধ্বংসী কিপার-ব্যাটার বংশ বেদীর খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘরোয়া ক্রিকেটে খুব একটা পরিচিত নাম নয়। যদিও দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুলেছিলেন। তাঁকে একটা সুযোগ দিয়ে দেখা হতে পারে।

পঞ্জাব কিংস ভালো জায়গায় রয়েছে। যদিও তাদের গত ম্যাচটি কলকাতায় বৃষ্টির কারণে মাঝপথেই পণ্ড হয়েছিল। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল পঞ্জাবকে। ভালোর মধ্যে অস্বস্তিও অবশ্য রয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলের মতো সুপার স্টার এ মরসুমেও ধারাবাহিকতা দেখাতে পারছেন না। বল হাতে তবু কিছু অবদান রেখেছেন। ব্যাটিংয়ে এক ম্যাচেও সেই ভরসা দিতে পারেননি। চেন্নাইয়ের মাঠে নজর থাকবে স্পিনের বিরুদ্ধে দক্ষ ম্যাক্সির দিকেও। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দ্বাদশ: আয়ুষ মাহত্রে, শেখ রশিদ, স্যাম কারান, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, বংশ বেদী/দীপক হুডা/বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, অংশুল কম্বোজ/রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, খলিল আহমেদ, মাতিসা পাথিরানা

পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ/মার্কাস স্টইনিস, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, আজমতুল্লা ওমরজাই, হরপ্রীত ব্রার, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং