MS Dhoni: মাঠে ধোনি, গ্যালারিতেও ধোনি! অরুণ জেটলি স্টেডিয়ামে ফোকাসে কে ইনি?

IPL 2025, CSK vs RR: প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংসও। রাজস্থানের মরসুম শেষ হলেও চেন্নাই সুপার কিংসের এক ম্যাচ বাকি। দিল্লিতে চেন্নাই বনাম রাজস্থান ম্য়াচেই মজার এক কাণ্ড ঘটল গ্যালারিতে। দেখা গেল ধোনিকে!

MS Dhoni: মাঠে ধোনি, গ্যালারিতেও ধোনি! অরুণ জেটলি স্টেডিয়ামে ফোকাসে কে ইনি?
Image Credit source: ScreenGrab

May 21, 2025 | 5:46 PM

মাঠে খেলছিলেন, তখনই আবার গ্যালারিতেও দেখা গেল ধোনিকে। এমনও সম্ভব! এরকমই দেখা গেল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল রাজস্থান রয়্যালস। তাদের বিরুদ্ধেই দিল্লিতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংসও। রাজস্থানের মরসুম শেষ হলেও চেন্নাই সুপার কিংসের এক ম্যাচ বাকি। দিল্লিতে চেন্নাই বনাম রাজস্থান ম্য়াচেই মজার এক কাণ্ড ঘটল গ্যালারিতে। দেখা গেল ধোনিকে!

এর আগে সচিন তেন্ডুলকর, শিখর ধাওয়ান, বিরাট কোহলিদের ক্ষেত্রেও এমন হয়েছে। দেখতে ঠিক যেন এই তারকা ক্রিকেটারদের মতোই। আর এতেই চমকে যান সমর্থকরা। অনেক সময় সেলফির আব্দারও আসে। দেদার সেলফি তোলেনও তাঁরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রাজস্থানকে ১৮৮ রানের টার্গেট দেয় চেন্নাই। রান চেজ করতে নামে রাজস্থান। সেই সময়েই মজার দৃশ্য দেখে যায়। মাঠে উইকেটের পিছনে দাঁড়িয়ে রয়েছেন ধোনি। তখনই হঠাৎ গ্য়ালারিতেও দেখা গেল তাঁকে! চেহারার এতই মিল যে বুঝতেই বেশ কিছুটা সময় লেগে গেল যে, তিনি ধোনির মতো দেখতে অন্য একজন।

গ্যালারিতে থাকা ক্রিকেট প্রেমীরাও অবাক হয়ে যান। সেই নকল ধোনির সঙ্গে ছবি তোলার হিড়িক দেখা যায় গ্যালারিতে। ধোনির মতো চেহারার লোকটিকে দেখে কমেন্ট্রি বক্সে থাকা নাভজ্যোৎ সিং সিধু বলে ওঠেন, ‘এ তো ধোনির যমজ ভাই। মেলায় হারিয়ে গিয়েছিল নাকি?’

এক রিপোর্ট অনুযায়ী, ধোনির মতো দেখতে ব্যক্তির নাম ঋষভ মালাকার। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অনেকে প্রায়ই তাঁকে ধোনি ভেবে ভুল করে বসেন। ইনস্টাগ্রামে প্রায় ৯০ হাজার ফলোয়ার রয়েছে ঋষভের। ইনস্টাগ্রামে একটি স্টোরিতে দিয়েছেন যে, তিনি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই ও রাজস্থান ম্যাচ দেখতে যাচ্ছেন। ঋষভ মালাকারের একটি ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। একজন সেই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘থালা সর্বত্র’।