
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরুটা দুর্দান্ত হয়েছিল দিল্লি ক্যাপিটালসের। অক্ষর প্যাটেলের নেতৃত্বে প্রথম চার ম্যাচেই জয়। যদিও দিল্লিতে ফেরার পরই একটু যেন টলমল দিল্লি ক্যাপিটালস। আসল হোমগ্রাউন্ডে তিন ম্যাচের মধ্যে মাত্র একটি জয়। তাও আবার সুপার ওভারে। গত ম্যাচে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে আজ তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কাছে অবশ্য হোম-অ্যাওয়ে বলে আলাদা কিছু নেই। কখনও দুর্দান্ত জয়, কখনও লজ্জার হার। এ মরসুমে পুরোপুরি ছন্নছাড়া দেখাচ্ছে নাইট রাইডার্সকে। তাদের ভরসা ২০১৪ ও ২০২১ সালের সেই দৌড়। সেই দুই সংস্করণে শুরুটা খারাপ হলেও দারুণ কামব্যাক করেছিল কেকেআর। এ বারও তেমন কিছুরই প্রত্যাশা। শুরুটা হতে পারে রাজধানী থেকেই।
ঘরের মাঠে কেকেআরের লাস্ট ম্যাচটি বৃষ্টির কারণে মাঝপথেই পণ্ড হয়। কম্বিনেশনে বদল করলেও আদতে সেটা ঠিক না ভুল বোঝারই সুযোগ হয়নি। দিল্লিতেও কি কম্বিনেশনে বদল হতে পারে? গত ম্যাচে রোভম্যান পাওয়েলকে সুযোগ দেওয়া হয়েছিল। গত কয়েক দিন লাভনীত সিসোদিয়াকে প্র্যাক্টিসে দেখে মনে হয়েছে, খুব তাড়াতাড়িই সুযোগ মিলতে পারে। সেটা কি দিল্লি থেকেই? সেটা হলেও অবাক হওয়ার নয়। দিল্লি বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে বা গত ম্যাচটি যেমন পরিস্থিতিতে হয়েছে, তেমন পিচ পেলে বাজিমাত করতে পারে নাইট রাইডার্সই।
এই ম্যাচে বাড়তি নজর থাকবে দিল্লির ছেলে কেকেআরের পেসার হর্ষিত রানার দিকে। আবার দিল্লি শিবিরে নজর থাকবে বাংলা দলের দুই ক্রিকেটার অভিষেক পোড়েল ও মুকেশ কুমারের দিকে। দু-জনই দিল্লির জার্সিতে ধারাবাহিকতা দেখাচ্ছেন। কী হতে পারে কম্বিনেশন?
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দ্বাদশ: ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, করুণ নায়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামিরা, কুলদীপ যাদব, মুকেশ কুমার, আশুতোষ শর্মা/মোহিত শর্মা
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দ্বাদশ: রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অংকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া/লাভনীত সিসোদিয়া