IPL 2025, MI: ধরমশালার বিমান পরিষেবা বন্ধ, পঞ্জাব ম্যাচের আগে হার্দিকদের পরিকল্পনায় বদল!
IPL 2025, Mumbai Indians: এই জয়ের ফলে পয়েন্ট টেবলে শীর্ষে উঠে এসেছে টাইটান্স। মুম্বই শিবির বলছে, তারা এখন সব ম্যাচই প্লে-অফ ধরে নিয়েই খেলবে। মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। তার আগে বিমান বিভ্রাটে মুম্বই ইন্ডিয়ান্স টিম।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত রাতে একটা অবিশ্বাস্য ম্যাচ দেখা গিয়েছে। বৃষ্টির কারণে কার্যত দু-দিনের ম্যাচ হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স টানা ছয় ম্যাচ জিতেছিল। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বৃষ্টির আগে ব্যাকফুটে থাকলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। জোড়া বৃষ্টি ব্রেকের পর খেলা শুরু হওয়ার পর রুদ্ধশ্বাস সমাপ্তি। ১ বল, একটা থ্রো, পার্থক্য গড়ে দিয়েছে। এই জয়ের ফলে পয়েন্ট টেবলে শীর্ষে উঠে এসেছে টাইটান্স। মুম্বই শিবির বলছে, তারা এখন সব ম্যাচই প্লে-অফ ধরে নিয়েই খেলবে। মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। তার আগে বিমান বিভ্রাটে মুম্বই ইন্ডিয়ান্স টিম।
রাতে মুম্বই বনাম টাইটান্সের ম্যাচের পরই ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে অপারেশেন সিঁদুরের। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গী হামলার বদলা। পাকিস্তানের মাটিতে মিসাইল স্ট্রাইক ভারতের। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে জঙ্গী শিবির গুড়িয়ে দেওয়া হয় ভারতীয় সেনার তরফে। সারা দেশে আলোচনায় এখন অপারেশন সিঁদুর। অবশেষে বদলা। নিরাপত্তার কারণেই দেশের বেশ কিছু বিমানবন্দরে অনির্দিষ্টকালের জন্য উড়ান বাতিল করা হয়েছে। এর মধ্য়ে রয়েছে ধরমশালা, চণ্ডীগঢ়, লেহ, জম্মু, শ্রীনগর, অমৃতসর।
মুম্বইয়ের পরবর্তী ম্যাচ ধরমশালাতেই। আগামী কাল ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ পরিকল্পনামাফিকই হবে। পরিবহণ নিয়ে কিছুটা সমস্যা থাকলেও ম্যাচে তার প্রভাব পড়বে না। ধরমশালা বিমানবন্দর বন্ধের আগেই অবশ্য পৌঁছে গিয়েছিল দিল্লি ক্য়াপিটালস টিম। ফেরার সময় সড়কপথে ফিরতে পারে দিল্লি ক্যাপিটালস টিম। মুম্বই ইন্ডিয়ান্স টিমের ধরমশালায় পৌঁছনোর কথা ছিল কাল অর্থাৎ বৃহস্পতিবার। তাদের পরিকল্পনায় কিছুটা বদল হচ্ছে। ধরমশালা অবধি বিমান পরিষেবা বন্ধ থাকায়, টিম হয়তো ফ্লাইটে দিল্লি গিয়ে সেখান থেকে সড়কপথে ধরমশালায় যেতে পারে।
