IPL 2025 KKR Schedule: ২২ মার্চ ইডেনে কেকেআরের বিরাট ম্যাচ, রইল নাইটদের পূর্ণ সূচি

Feb 16, 2025 | 6:27 PM

IPL 2025 KKR Full Fixture: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের ক্যাপ্টেন এখনও ঘোষণা হয়নি। তেমনই ডাগআউটে থাকবেন না গৌতম গম্ভীরও। সব নতুন শুরু। উদ্বোধনী ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ আরসিবির ক্যাপ্টেন হয়েছেন রজত পাতিদার।

IPL 2025 KKR Schedule: ২২ মার্চ ইডেনে কেকেআরের বিরাট ম্যাচ, রইল নাইটদের পূর্ণ সূচি
Image Credit source: IPL, X

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার পূর্ণ সূচি প্রকাশ করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ড্রাফ্ট সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল ২১ মার্চ। তবে ফাইনাল সূচি প্রকাশিত হল কিছুক্ষণ আগেই। ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়েই নতুন মরসুম শুরু হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের ক্যাপ্টেন এখনও ঘোষণা হয়নি। তেমনই ডাগআউটে থাকবেন না গৌতম গম্ভীরও। সব নতুন শুরু।

উদ্বোধনী ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ আরসিবির ক্যাপ্টেন হয়েছেন রজত পাতিদার। যদিও ইডেন গার্ডেন্সে আকর্ষণের কেন্দ্রে থাকবেন একজনই। তিনি অবশ্যই বিরাট কোহলি। কলকাতার ধোনি দর্শনের সুযোগও থাকছে। ৭ মে ৭ নম্বর জার্সির মহেন্দ্র সিং ধোনি নামবেন ইডেনে। আরসিবির বিরুদ্ধে হোম ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে কেকেআর। তেমনই গ্রুপের শেষ ম্যাচ আরসিবির বিরুদ্ধে বেঙ্গালুরুর মাঠে।

এক নজরে জেনে নিন কেকেআরের পূর্ণ সূচি

  1. ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা, সন্ধে ৭.৩০
  2. ২৬ মার্চ রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স, গুয়াহাটি, সন্ধে ৭.৩০
  3. ৩১ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, মুম্বই, সন্ধে ৭.৩০
  4. ৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা, সন্ধে ৭.৩০
  5. ৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস, কলকাতা, বিকেল ৩.৩০
  6. ১১ এপ্রিল চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই, সন্ধে ৭.৩০
  7. ১৫ এপ্রিল পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, চণ্ডীগড়, সন্ধে ৭.৩০
  8. ২১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স, কলকাতা, সন্ধে ৭.৩০
  9. ২৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস, কলকাতা, সন্ধে ৭.৩০
  10. ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স, দিল্লি, সন্ধে ৭.৩০
  11. ৪ মে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস, কলকাতা, বিকেল ৩.৩০
  12. ৭ মে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, কলকাতা, সন্ধে ৭.৩০
  13. ১০ মে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স, হায়দরাবাদ, সন্ধে ৭.৩০
  14. ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স, বেঙ্গালুরু, সন্ধে ৭.৩০