IPL 2025: আইপিএল ম্যাচে কপিল-সানির কথা ইংল্যান্ডের প্রাক্তন হেড কোচের মুখে!

Indian Premier League: কেকেআর ও রাজস্থানের ম্যাচেও ইডেনে উপস্থিত ছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের সিও জ্যাক লুশ ম্যাকক্রামের আমন্ত্রণেই মাঠে এসেছেন সাউথগেট। এই ম্যাচ দেখতে এসে সাউথগেট নিজের ক্রিকেটের স্মৃতিগুলি ভাগ করে নিয়েছেন।

IPL 2025: আইপিএল ম্যাচে কপিল-সানির কথা ইংল্যান্ডের প্রাক্তন হেড কোচের মুখে!
Image Credit source: ScreenGrab

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 05, 2025 | 10:40 PM

কলকাতা: ক্রিকেটের টানে গ্যালারিতে ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের প্রাক্তন হেড কোচ গ্যারেথ সাউথগেট। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস এবং মুমবাই ইন্ডিয়ান্সের ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন তিনি। শুধু এই ম্যাচেই নয় রবিবার কেকেআর ও রাজস্থানের ম্যাচেও ইডেনে উপস্থিত ছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের সিও জ্যাক লুশ ম্যাকক্রামের আমন্ত্রণেই মাঠে এসেছেন সাউথগেট। এই ম্যাচ দেখতে এসে সাউথগেট নিজের ক্রিকেটের স্মৃতিগুলি ভাগ করে নিয়েছেন।

ফুটবল কোচ হলেও ইংল্যান্ডের মানুষ হিসেবে ছেলেবেলা থেকে ক্রিকেট আবহে বড় হয়ে ওঠা। নামী তারকাদের অনেকেই পাকাপাকি ভাবে তাঁর মনে থেকে গিয়েছেন। ভারতের দুই কিংবদন্তি কপিল দেব এবং সুনীল গাভাসকের খেলাও দেখেছেন। আজও ভারতের দুই প্রাক্তন তারকার খেলা মনে আছে তাঁর। প্রাক্তন ইংল্যান্ড ফুটবল ম্যানেজার গ্যারেথ সাউথগেট ক্রিকেটের প্রতি তাঁর দীর্ঘ ভালবাসা প্রকাশ করেছেন ম্যাচ দেখতে এসে। কপিল দেব এবং সুনীল গাভাসকরের মত ভারতীয় কিংবদন্তিদের খেলা দেখেছেন, তাও বলেছেন প্রচারমাধ্যমকে।

সাউথগেট রাজস্থান রয়্যালসের গোলাপি জার্সি পরে তাঁর পরিবারের পাশে বসে স্ট্যান্ড থেকে রাজস্থানকে সমর্থন করেছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, দীর্ঘকাল ধরে ক্রিকেটের ভক্ত সাউথগেট। তিনি আইপিএলের পরিবেশ এবং ওয়েম্বলি স্টেডিয়ামের পরিবেশ অনেকটাই এক বলে উল্লেখ করেছেন।