
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তারকা পেসার কাগিসো রাবাডাকে নিয়ে রহস্য দানা বাঁধছিল। আইপিএলের শুরুতে হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলেছিলেন গুজরাট টাইটান্সের এই পেসার। প্রোটিয়া তারকা হঠাৎই দেশে ফেরেন। সে সময় বলা হয়েছিল, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই পেসার। তিনি কেন দেশে ফিরেছেন বা কবে ফের গুজরাট টাইটান্স টিমে যোগ দেবেন, এই নিয়ে কোনও পরিষ্কার ইঙ্গিত দেওয়া হয়নি। দক্ষিণ আফ্রিকা থেকেই এল বড় খবর। নিষিদ্ধ মাদক নেওয়ার কারণে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে, এমনটাই দাবি ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর। যদিও ঘটনাটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় নয়।
আইপিএলের এ মরসুম শুরু হয়েছিল গত ২২ মার্চ। ৩ এপ্রিল দক্ষিণ আফ্রিকা ফিরে যান কাগিসো। তাঁকে ছাড়াই প্লে-অফের খুব কাছে গুজরাট টাইটান্স। যদিও প্রশ্ন উঠছিল, রাবাডা কবে ফের টাইটান্সের সঙ্গে যোগ দেবেন। ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সময় নিষিদ্ধ মাদক নিয়েছিলেন কাগিসো রাবাডা। পারফরম্যান্সে উন্নতি বা সহজ কথায়, ওষুধ খেয়ে শক্তি বাড়ানোর মতো এমন সাপ্লিমেন্ট নিয়েছিলেন যা নিষিদ্ধ।
তাদের তরফে আরও জানানো হয়েছে, ভারতে ফিরেছেন কাগিসো রাবাডা। নিষিদ্ধ ওষুধের জন্য প্রভিশনাল সাসপেনশনে ছিলেন রাবাডা, এমনটাও প্রকাশ্যে এসেছে। দক্ষিণ আফ্রিকায় ফিরে রাবাডা এই ঘটনাকে অনিচ্ছাকৃত বলে জানান। শুধু তাই নয়, ক্ষমাও চেয়ে নেন রাবাডা। তবে গুজরাট টাইটান্স যে ভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিল, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে, এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাবাডা।