
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম হার দিয়ে শুরু হয়েছিল গুজরাট টাইটান্সের। দ্রুতই ঘুরে দাঁড়িয়েছেন শুভমনরা। এরপর টানা জয়। অন্য দিকে, রাজস্থান রয়্যালস। জোড়া হারের পর গুয়াহাটিতে চেন্নাই বধ। তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি গত ম্যাচের পারফরম্যান্স। পঞ্জাব কিংসের মাঠে দুর্দান্ত জয়। ছন্দে ফিরেছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। সব মিলিয়ে দু-দলই দুর্দান্ত পরিস্থিতিতে। আমেদাবাদে রানের ফোয়ারা!
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। টাইটান্সের বিদেশি পেসার কাগিসো রাবাডা এখনও ফেরেননি। ব্যক্তিগত কারণে দেশে ফিরতে হয়েছিল তাঁকে। রাবাডাকে ছাড়াই গত দু-ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে টাইটান্স। বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সিরাজ। তাদের বোলিংয়ে একটাই অস্বস্তি, অভিজ্ঞ রিস্ট স্পিনার রশিদ খানের ছন্দে না থাকা।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আবেগের ম্যাচ হতে পারে জস বাটলারের জন্য়। দীর্ঘ সময় গোলাপি জার্সিতেই খেলেছেন। এ বার তাঁকে রিটেন করতে পারেনি রয়্যালস। মেগা অকশনেও ফেরানো যায়নি। সঞ্জু, যশস্বীদের বিরুদ্ধে খেলাটা বেশ আবেগের হবে বাটলারের কাছে, বলাই যায়। এই ম্যাচে কী হতে পারে দু-দলের কম্বিনেশন? যদিও কম্বিনেশন ভাঙার সম্ভাবনা ক্ষীণ, তবে প্রশ্ন থাকছে দুটো।
টাইটান্স গত ম্যাচে বাঁ হাতি পেসার আর্শাদ খানের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছিল। ওয়াশিংটন সুযোগ কাজে লাগিয়েছেন সুন্দর ইনিংসে। এই ম্যাচেও তাঁকেই খেলানো হবে নাকি আর্শাদকে ফেরানো, এই প্রশ্ন থাকছে। অন্য দিকে, চোট থাকায় গত ম্যাচে তুষার দেশপান্ডেকে পায়নি রাজস্থান। চোট গুরুতর ছিল না। ফলে এই ম্যাচে যুধবীর সিংয়ের জায়গায় তুষার ফিরবেন কি না, সেই প্রশ্ন থাকছে। আমেদাবাদে ব্যাটিং সহায়ক পিচ। দু-দলের ব্যাটিং আক্রমণই ছন্দে। রানের ফোয়ারা দেখা যেতেই পারে।
গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর/আর্শাদ খান, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, ইশান্ত শর্মা
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নীতীশ রানা, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, কুমার কার্তিকেয়/শুভম দুবে, মহেশ থিকসানা, যুধবীর সিং/তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা