GT vs SRH Playing XI IPL 2025: সানরাইজার্সের ‘সময়’ কম, টাইটান্সের নজরে এক ধাপ!

GT vs SRH Preview: এখান থেকে একটা ম্যাচ হারা মানে দৌড়ে পিছিয়ে পড়া। অন্যদিকে, দুর্দান্ত ছন্দে থাকা গুজরাট টাইটান্স গত ম্যাচে রাজস্থানের কাছে হেরেছে। তাদের নজরে ২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। ঘরের মাঠে আজ সেই লক্ষ্যেই নামছে টাইটান্স।

GT vs SRH Playing XI IPL 2025: সানরাইজার্সের সময় কম, টাইটান্সের নজরে এক ধাপ!
Image Credit source: PTI

May 02, 2025 | 12:34 AM

প্লে-অফের দৌড় থেকে ছিটকে প্রথম দল হিসেবে ছিটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। গত কাল ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০০ রানের বিশাল ব্য়বধানে হারে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালসও। লড়াইটা আপাতত ৮ দলের হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে খাদের কিনারায় দাঁড়িয়ে সানরাইজার্স হায়দরাবাদও। তাদের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। তাদের এখনও বাকি রয়েছে পাঁচটি ম্যাচ। তবে এখান থেকে একটা ম্যাচ হারা মানে দৌড়ে পিছিয়ে পড়া। অন্যদিকে, দুর্দান্ত ছন্দে থাকা গুজরাট টাইটান্স গত ম্যাচে রাজস্থানের কাছে হেরেছে। তাদের নজরে ২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। ঘরের মাঠে আজ সেই লক্ষ্যেই নামছে টাইটান্স।

নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই দুর্গে তাদের প্রথম জয়। মাঝে বেশ কয়েকদিনের বিরতি ছিল। সে কারণেই টিমের প্লেয়ারদের তরতাজা রাখার জন্য মলদ্বীপে ছুটি কাটানোর ব্যবস্থা করেন সানরাইজার্স মালকিন কাব্যা মারান। ছুটি কাটিয়ে বেশ তরতাজা হয়ে ফিরেছে গত বারের রানার্সরা। নজর এ বার তাদের মাঠের পারফরম্যান্সে।

গুজরাট টাইটান্সের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। ফলে প্যানিক হওয়ার যদিও কারণ নেই। তবে টানা চার ম্যাচে জয়ের পর কিছুটা অস্বস্তিতে রয়েছে তারা। গত চার ম্যাচের মধ্যে দুটি হার টাইটান্সের। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে বিশাল স্কোর তুলেও হার নিঃসন্দেহে চিন্তার। সানরাইজার্স পয়েন্ট তালিকায় শেষের দিকে থাকলেও তাদের ব্যাটিং যদে চলে, যে কোনও টিমকেই চাপে ফেলতে পারে। আমেদাবাদের ব্যাটিং সহায়ক পিচে যা চাপে ফেলতে পারে টাইটান্সকে। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?

গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, করিম জানাত/শেরফান রাদারফোর্ড, রশিদ খান, সাই কিশোর, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা/আর্শাদ খান

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দ্বাদশ: অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস/উইয়ান মুল্ডার, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, মহম্মদ সামি, জিশান আনসারি