AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, KKR: ইডেনে নো-এন্ট্রি? সবটা নিজেই ‘খোলসা’ করলেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে

IPL 2025, Kolkata Knight Riders vs Gujarat Titans: কমেন্ট্রি বক্সে বসে তীর্যক মন্তব্য করেছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ও প্রাক্তন কিউয়ি প্লেয়ার সাইমন ডুল। ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন তাঁরা। এরপরই আসরে নামে সিএবি।

IPL 2025, KKR: ইডেনে নো-এন্ট্রি? সবটা নিজেই 'খোলসা' করলেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে
Image Credit: BCCI
| Updated on: Apr 22, 2025 | 5:03 PM
Share

কলকাতা: ইডেনের পিচ বিতর্ক শুধু মাঠে থেমে থাকেনি। কমেন্ট্রি বক্সে বসে তীর্যক মন্তব্য করেছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ও প্রাক্তন কিউয়ি প্লেয়ার সাইমন ডুল। ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন তাঁরা। এরপরই আসরে নামে সিএবি। রাজ্য ক্রিকেট সংস্থার তরফে বোর্ডকে চিঠি পাঠানো হয়, এমনও বলছেন কেউ কেউ। শোনা যাচ্ছে, সিএবি’র সচিব নরেশ ওঝা বিসিসিআইকে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছিলেন, কলকাতার ম্যাচগুলিতে ধারাভাষ্যকারদের প্যানেলে হর্ষ ও ডুলকে যাতে না রাখা হয়। ব্যাপারটা কতটা সত্যি?

সোমবার সিএবির অভিযোগের কারণে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে আইপিএল ম্যাচে হর্ষকে রাখা হয়নি! কিন্তু অভিজ্ঞ ধারাভাষ্যকার যাবতীয় বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘কলকাতায় কেবল দুটি ম্যাচের জন্য তাঁকে কমেন্ট্রি প্যানেলে রাখা হয়েছিল। সেই দুই ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।’

এই বিষয় ভোগলে নিজের এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, ‘গতকাল কেকেআরের ম্যাচে আমি কেন ছিলাম না, তা নিয়ে কিছু ভুল বার্তা ছড়ানো হচ্ছে। সহজ ভাবে বলতে গেলে, আমার যে ম্যাচগুলিতে কমেন্ট্রি করার কথা ছিল সেগুলোর তালিকায় এই ম্যাচটি ছিল না। বিষয়টি নিয়ে এত আলোচনা না করে আমাকে জিজ্ঞাসা করলেই সব মিটে যেত। কে কোন ম্যাচে ধারাভাষ্য দেবে, সেই তালিকা তৈরি করা হয় টুর্নামেন্ট শুরুর আগেই। কলকাতায় দুটি ম্যাচের জন্য আমাকে তালিকায় রাখা হয়েছিল। তার মধ্যে প্রথমটিতে ছিলাম। পারিবারিক কারণে দ্বিতীয় ম্যাচে থাকতে পারিনি।’

সোমবার ইডেনে ফের হারের মুখ দেখতে হল নাইটদের। ঘরের মাঠে গুজরাট টাইটেন্সের কাছে ৩৯ রানে হেরেছে রাহানের টিম। আবারও সেই ব্যাটিংয়ে ব্যর্থতার জন্য ভরাডুবি হয়েছে কেকেআরের।