আইপিএলের শুরু থেকেই আলোচনায় ঋষভ পন্থের প্রাইস ট্যাগ। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। শুধু তাই নয়, তিনি লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেনও। ব্যাটার হিসেবে নতুন শুরুটা চূড়ান্ত হতাশার হল ঋষভ পন্থের। আইপিএল অভিযান শুরু করল লখনউ সুপার জায়ান্টস। বিশাখাপত্তনমের হাইস্কোরিং ভেনুতে ম্যাচ। তিনি যখন নামলেন, দল দুর্দান্ত জায়গায়। উল্টোদিকে নিকোলাস পুরান বিধ্বংসী ব্যাটিং করছেন। ঋষভের কাছে সুযোগ ছিল, একটু সময় নিয়ে গিয়ার শিফ্ট করার। যদিও ডট বলের চাপে বড্ড তাড়াহুড়ো করে ফেললেন কি? এই প্রশ্নটাই যেন উঠে আসছে। তবে মিচেল মার্শ, নিকোলাস পুরানদের দাপটে দিল্লিকে ২১০ রানের টার্গেট দিল লখনউ।
ঋষভ পন্থ যে প্রচণ্ড চাপ নিয়ে নামবেন স্বাভাবিক ছিল। আইপিএলের মেগা অকশনে তাঁকে ২৭ কোটি টাকায় নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে সেই চাপ ধরা পড়ল। পাঁচটি ডট বল। এরপরই প্রাক্তন সতীর্থ কুলদীপ যাদবের বিরুদ্ধে লং অন বাউন্ডারিতে বড় শট খেলতে চেয়েছিলেন ঋষভ পন্থ। কিন্তু মিস হিট। বল যায় লং অফে। ৬ বলে শূন্য রানে ফেরেন। সবচেয়ে দামি ‘ডাক’ও বলা যায়।
পন্থ ব্যাট হাতে ব্যর্থ হলেও নিকোলাস পুরানের ৭৫ ও মিচেল মার্শের ৭২ রান। তেমনই মিডল অর্ডারে ডেভিড মিলারের ক্যামিও। দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে সফল মিচেল স্টার্ক। ৩ উইকেট নেন তিনি। এ ছাড়াও চায়নাম্যান কুলদীপ যাদব নেন ২ উইকেট। মুকেশ কুমার ও বিপরাজ নিগমের ঝুলিতে একটি করে উইকেট।