Rinku Singh, KKR: ‘ব্যাটিংয়ের চেয়েও বেশি পছন্দ…’, রিঙ্কু সিং হাসিমুখে মনের কথা জানালেন

Kolkata Knight Riders vs Rajasthan Royals: গত বারের দল থেকে কোটার ৬ জনকেই রিটেন করেছিল কেকেআর। অনেককে নিলামে ফেরানো হয়েছে। যাঁদের রিটেন করা হয়েছিল, তাঁর মধ্যে ছিলেন নাইট সমর্থকদের সবচেয়ে প্রিয় রিঙ্কু সিংও।

Rinku Singh, KKR: ব্যাটিংয়ের চেয়েও বেশি পছন্দ..., রিঙ্কু সিং হাসিমুখে মনের কথা জানালেন
Image Credit source: BCCI

May 05, 2025 | 3:59 PM

কলকাতা: গত বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স । এই মরসুমে সেই ছন্দে নেই কেকেআর। দলে একাধিক পরিবর্তন হয়েছে। বদলেছে দলের অধিনায়ক। নেই মেন্টর গৌতম গম্ভীর। জাতীয় দলের কোচ হওয়ায় কারণে ছাড়তে হয়েছে নাইটদের মেন্টর পদ। তাঁর পরিবর্তে এ বার মেন্টরের দায়িত্বে ডোয়েন ব্র্যাভো। গম্ভীরের অনুপস্থিতি নাইটদের পরিকল্পনায় ধাক্কা খেলেও কোচিং টিমে সদ্য অভিষেক নায়ারের ফেরা অনেকটাই স্বস্তি দিয়েছে। গত বারের দল থেকে কোটার ৬ জনকেই রিটেন করেছিল কেকেআর। অনেককে নিলামে ফেরানো হয়েছে। যাঁদের রিটেন করা হয়েছিল, তাঁর মধ্যে ছিলেন নাইট সমর্থকদের সবচেয়ে প্রিয় রিঙ্কু সিংও।

সেই ২০১৮ সাল থেকে কেকেআরের রয়েছেন রিঙ্কু। শুরুতে দলে খুব একটা বেশি সুযোগ পেতেন না। অনেক সময়ই দেখা যেত পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নামতে। রিঙ্কু নামা মানেই মাঠে যেন বাড়তি স্ফূর্তি ছড়িয়ে পড়ত। গত কয়েক বছর বিধ্বংসী ব্যাটিং দিয়ে মুগ্ধ করেছেন সকলেই। জাতীয় দলেও তাঁর অভিষেক হয়েছে। টি-টোয়েন্টিতে নিয়মিত সদস্য়। তবে রিঙ্কু কিন্তু নিজের ব্যাটিংয়ের জন্য শুরুর দিকে পরিচিত ছিলেন না। দুরন্ত ফিল্ডিংয়ের কারণেই তাঁকে আলাদা গুরুত্ব দেওয়া হত। সকলের প্রশংসা পেয়েছেন।

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস ম্যাচে রিঙ্কুর ফিল্ডিংই পার্থক্য গড়ে দেয়। আলাদা করে বলতে হয়, শেষ ডেলিভারির কথা। মাত্র ৩ রান প্রয়োজন ছিল রাজস্থানের। দু-রান নিলেও ম্যাচ গড়াবে সুপার ওভারে। কিন্তু রিঙ্কুর দুর্দান্ত ফিল্ডিং এবং থ্রোয়ে রানআউট। মাত্র এক রানে জেতে কেকেআর। ম্যাচ শেষে সেই রিঙ্কুই নিজের ফিল্ডিং সম্পর্কে জানালেন। ইডেনের মত দ্রুততম আউট ফিল্ডে বাউন্ডারি বাঁচানো কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরেছেন। ম্যাচে তাঁর ফিল্ডিংয়ের ভূমিকার কথাও বলেছেন।

রিঙ্কু বলেছেন, ‘ওই ১৮.২ ওভারে বাউন্ডারি বাঁচানোটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা সকলেই জানে, ইডেনের আউট ফিল্ড দেশের মধ্যে দ্রুততম। পাওয়ার প্লে-র পর বেশির ভাগ সময়ই আমি এমন জায়গায় ফিল্ডিং করি, যেখানে অনেকটা জায়গা কভার করতে হয়। ভালো ফিল্ডিং করাটা আমার কাজ। আমি দায়িত্ব নিতে পছন্দ করি। ফিল্ডিং উপভোগ করি। সত্যি বলতে, ব্যাটিংয়ের চেয়েও বেশি উপভোগ করি ফিল্ডিংই।’