Mohammed Shami: ভারতের তারকা পেসার মহম্মদ সামিকে খুনের হুমকি! তদন্ত শুরু পুলিশের

India Tour of England: বর্তমানে আইপিএলে খেলছেন। তবে তাঁর পারফরম্যান্স কিছুটা চিন্তায় রাখার মতোই। আইপিএল শেষে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। লাল-বলের স্কোয়াডে সামি থাকবেন, প্রত্যাশা করাই যায়। এর মাঝেই ভয়ঙ্কর খবর। খুনের হুমকি মহম্মদ সামিকে!

Mohammed Shami: ভারতের তারকা পেসার মহম্মদ সামিকে খুনের হুমকি! তদন্ত শুরু পুলিশের
Image Credit source: PTI FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 05, 2025 | 7:29 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। আর এই ট্রফিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মহম্মদ সামি। শুধু তাই নয়, ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। এটা শুধুমাত্র দুটো উদাহরণ। ভারতের তারকা পেসার মহম্মদ সামি। বর্তমানে আইপিএলে খেলছেন। তবে তাঁর পারফরম্যান্স কিছুটা চিন্তায় রাখার মতোই। আইপিএল শেষে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। লাল-বলের স্কোয়াডে সামি থাকবেন, প্রত্যাশা করাই যায়। এর মাঝেই ভয়ঙ্কর খবর। খুনের হুমকি মহম্মদ সামিকে!

সামির দাদা হাসিব এই তথ্য প্রকাশ্যে এনেছেন। আমরোহা পুলিশে এই বিষয়ে অভিযোগও জানানো হয়ছে সামির পরিবারের তরফে। ইমেলে এই হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। সামির দাদা জানিয়েছেন, গত কাল দুপুর নাগাদ এই খুনের হুমকি মেইল আসে। তারপরই দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু কী কারণে বা কারা এই হুমকি মেইল করেছে, তা নিয়ে কিছুই প্রকাশ্যে আসেনি।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ টিমে রয়েছেন সামি। ঘরের মাঠে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। যদিও সামির ফিটনেস নিয়ে একটু সমস্যা রয়েছে। এই ম্যাচে তাঁকে একাদশে রাখা হয়নি। তবে ইমপ্যাক্ট লিস্টে রয়েছেন। খুব প্রয়োজন না হলে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হচ্ছে সামিকে। ফিটনেস, পারফরম্যান্সের পাশাপাশি নতুন করে এই হুমকি ইমেল সামির মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটিয়েছেন, এমনটাও মনে করা হচ্ছে।