
এবারের আইপিএলে অভিযান শেষ রাজস্থান রয়্যালসের। তবে শেষটা জয় দিয়েই করেছে পিঙ্ক আর্মি। আর শেষ ম্যাচটা ছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এ মরসুমে রাজস্থান রয়্যালসের প্রাপ্তি বেশ কিছু। তবে সেরা প্রাপ্তি বলা যায়, ১৪ বছরের বৈভব সূর্যবংশী। মরসুম শুরুর অনেক আগে থেকেই প্র্যাক্টিস করে যাচ্ছিলেন। এরপর রাজস্থান টিমের সঙ্গেও প্র্যাক্টিস করেন। তাঁকে খেলানো হবে কি না, এই নিয়ে অবশ্য সন্দেহ ছিল। ক্যাপ্টেন সঞ্জু স্য়ামসনের চোট এবং টিম ম্যানেজমেন্টের সাহসী সিদ্ধান্ত। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হোম ম্যাচে অভিষেক হয়। তাঁকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা। চেন্নাই ম্যাচের পরও একটি কারণে আলোচনায় বৈভব। কিংবদন্তি ধোনির সঙ্গে হাত মেলাননি তরুণ ক্রিকেটার।
চেন্নাই সুপার কিংসের হোম ম্যাচ হলেও খেলাটি হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তারুণ্যে ভর করেই জিতেছে রাজস্থান রয়্যালস। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ১৪ বছরের বৈভব। এ মরসুমে এমনিতেই ৩৫ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন। ভারতীয়দের মধ্যে দ্রুততম আইপিএল সেঞ্চুরি, কনিষ্ঠতম সেঞ্চুরিয়ন, সবচেয়ে কম বয়সে আইপিএলে টিম পাওয়া এবং খেলা, এমন নানা রেকর্ড তাঁর নামে। কিন্তু সমালোচনাও হয়েছে। এর আগের ম্যাচটায় পঞ্জাব কিংসের বিরুদ্ধেই যেমন। ১৫ বলে ৪০ রান করলেও কোনও সিঙ্গল নেননি। যা নিয়ে প্রবল সমালোচনা হয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে একটি হাফসেঞ্চুরি প্লাস পরিণত ইনিংস খেলেন। তার চেয়েও বেশি আলোচনায় ম্যাচের পরের ঘটনা।
ম্যাচ শেষে দু-দলের ক্রিকেটার, কোচিং এবং সাপোর্ট স্টাফরা সৌজন্য বিনিময় করেন। এই ম্যাচেও অন্যথা হয়নি। অনেক সময়ই দেখা যায়, ধোনি-বিরাট-রোহিতের মতো ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর সময় তরুণ ক্রিকেটাররা ক্যাপ খুলে নেন। সম্মান দেওয়ার জন্যই এমনটা করেন। ১৪ বছরের বৈভব ধোনিকে দেখে শুধুমাত্র হাত মেলানোর কথা ভাবতে পারেননি। ধোনির পা ছুঁয়ে প্রণাম করেন। এই আচরণ সকলের মন জিতে নিয়েছে। ধোনির মতো কিংবদন্তির সামনে এক তরুণ ক্রিকেটারের এমন আচরণই হওয়া উচিত, সোশ্যাল মিডিয়াতে সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
42-year-old GOAT & 14-year-old YOAT in a single frame & what a wholesome moment! 🥹
Only in Indian Possible League… 🫶
Watch #CSKvRR | post-match analysis ➡ https://t.co/OqaJvUTWoQ pic.twitter.com/MxJ8J0lcoL
— Star Sports (@StarSportsIndia) May 20, 2025