Ajinkya Rahane: আইপিএলকে বলব…, পিচ ‘বিতর্ক’ উস্কে দিলেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে!

IPL 2025 KKR vs LSG, Eden Gardens: কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিতও মুম্বইতে হার্দিকদের বিরুদ্ধে নামার আগে হোম অ্যাডভান্টেজের পক্ষে সওয়াল করেছিলেন। পাশাপাশি এও জানিয়েছিলেন, পিচ কেমন হবে, সেই নির্দেশ কে দেয়, তা তাঁর জানা নেই।

Ajinkya Rahane: আইপিএলকে বলব..., পিচ বিতর্ক উস্কে দিলেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে!
Image Credit source: BCCI

Apr 08, 2025 | 11:59 PM

হোম অ্যাডভান্টেজ। শব্দটি নতুন নয়। চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রে যেটা দেখা যেত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। হোম ম্যাচে ম্যাক্সিমাম পয়েন্ট তোলাই টার্গেট থাকত চেন্নাইয়ের। সেই লক্ষ্য তাঁদের পূরণও হত। দক্ষ স্পিনার ছিল, এখনও রয়েছে চেন্নাই টিমে। তেমনই হায়দরবাদ কিংবা গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ড আমেদাবাদে মূলত ব্যাটিং সহায়ক পিচ দেখা যায়। ইডেনে কি হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স? লখনউ ম্যাচের পর কী বললেন ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে?

মরসুমের শুরুতেই এই বিতর্ক শুরু হয়েছিল। এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছিল কেকেআর। এরপরই বিতর্কের শুরু। স্পিনাররা ইডেনের পিচে সাহায্য পাচ্ছে না, এমন প্রসঙ্গ উঠে আসে। কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিতও মুম্বইতে হার্দিকদের বিরুদ্ধে নামার আগে হোম অ্যাডভান্টেজের পক্ষে সওয়াল করেছিলেন। পাশাপাশি এও জানিয়েছিলেন, পিচ কেমন হবে, সেই নির্দেশ কে দেয়, তা তাঁর জানা নেই।

ইডেনে এ দিন কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি হাইস্কোরিং হল। ২৩৯ রান তাড়ায় মাত্র ৪ রানে হার কেকেআরের। সাংবাদিক সম্মেলনে পিচ নিয়ে অস্বস্তিতেই দেখাল কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানেকে। যদিও পিচ নিয়ে সরাসরি মন্তব্য করতে নারাজ। পিচ প্রশ্নে রাহানে বলেন, ‘এটা নিয়ে অনেক কথা হয়েছে। এমনিতেই অনেক পাব্লিসিটি করেছেন। আমি কিছু বললে আবারও বিতর্ক তৈরি হবে। আমাদের পিচ কিউরেটর অনেক প্রচার পেয়েছেন। আমার মনে হয়, সেটা তিনি উপভোগও করছেন। আপনারা হোম অ্যাডভান্টেজ নিয়ে যা খুশি লিখতে পারেন। আমার যদি কিছু বলার থাকে তবে সেটা এখানে নয়, আইপিএল কমিটিকে বলব।’

পিচ বিতর্কে শুরুতেই ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় মন্তব্য করেছিলেন, তিনি বোর্ডের নির্দেশিকা মেনেই পিচ তৈরি করছেন। যা নিয়ে কেকেআর টিম ম্যানেজমেন্ট অখুশি ছিল। কেকেআরে দক্ষ স্পিনার রয়েছেন। তাঁরা যাতে ঘরের মাঠ থেকে সহযোগিতা পান, এমনই চাহিদা ছিল কেকেআরের।