
সাত নম্বর জার্সির কিংবদন্তি শেষ বার ইডেন গার্ডেন্সে খেলবেন? পরিস্থিতি এমনই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে গত ম্যাচে শেষ বলে ১ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে। কিন্তু ধারাবাহিকতাই মূল চিন্তা কেকেআরের। আজ আরও একটা হোম ম্যাচ। লিগ পর্বে ঘরের মাঠে এটিই শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। হোমগ্রাউন্ডে কাল কেকেআরে সামনে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনিদের প্লে-অফের আশা আগেই শেষ। এটাই যেন বড় চিন্তা কেকেআরের কাছে। চেন্নাই সুপার কিংসের হারানোর কিছু নেই। নিজেদের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামীতে লাস্ট বলে হেরেছে চেন্নাই সুপার কিংস। তাদের তরুণ ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্ম করছেন। কেকেআরের কাছে এই ম্যাচটা একেবারেই সহজ হবে না। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন আইপিএলে KKR vs CSK ম্যাচ।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি কবে হবে?
আইপিএলে কলকাতা কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি (৭ মে) আগামিকাল, বুধবার হবে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে হবে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টা ৩০ মিনিট নাগাদ। ম্যাচের আগে টস হবে সন্ধে ৭ টায়।
কোথায় দেখা যাবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের টেলিকাস্ট ও লাইভ স্ট্রিমিং?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটির লাইভ ব্রডকাস্ট (Live streaming) টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওহটস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।