IPL 2025, KKR vs SRH Live Streaming: ইডেনে জয়ে ফিরবে নাইটরা? সামনে লড়াকু অরেঞ্জ আর্মি; কখন, কোথায় ও কীভাবে দেখবেন KKR vs SRH ম্যাচ?
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, IPL Live Streaming: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ শুরু হয়েছিল ইডেন গার্ডেন্সে। ঘরের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হেরেছিল কেকেআর। এ বার ফের ঘরের মাঠে নামবে নাইটরা। সামনে হায়দরাবাদ।

কলকাতা: আইপিএলের (IPL) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) খেই হারিয়েছে? ক্রিকেট মহলে অনেকেই এমনটা বলছেন। সত্যিই কি তাই? কেকেআরের কম্বিনেশন গোলমাল পাকাচ্ছে। এমনটাও বলছেন অনেকে। সেখানে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) কিন্তু ৩ ম্যাচ খেলে একটিতে জিতলেও এক দিকে ফোকাসড। যে অরেঞ্জ আর্মি আগ্রাসী খেলার ধরন বদলাবে না। এই পরিস্থিতিতে কেকেআরের জায়গায় আত্মবিশ্বাসের দিক থেকে খানিক এগিয়ে অরেঞ্জ আর্মি। ৩ ম্যাচে কেকেআরের জয় মাত্র ১ ম্যাচে। ক্রিকেটের নন্দনকাননে নিজামের শহরের দলকে হারিয়ে জয়ে ফিরতে চায় কেকেআর। ২টো দলেরই লক্ষ্য থাকবে ইডেনে ২ পয়েন্টে। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন আইপিএলে KKR vs SRH ম্যাচ।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কবে হবে?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি (৩ এপ্রিল) আগামিকাল, বৃহস্পতিবার হবে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে হবে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।





