Andre Russel’s Wife: মান-চিত্রে দূরত্ব, মন-চিত্রে নয়; ভালোবাসায়ও টি-টোয়েন্টি রাসেলের!

IPL 2025, Kolkata Knight Riders: আন্দ্রে রাসেলকে ঘিরে কেকেআর সাপোর্টারদের চোখের মণিও বলা যায়। যদিও চলতি মরসুমে এখনও অবধি হতাশ করেছেন। রাসেলের মাসল পাওয়ার দেখা যায়নি। ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় রাসেল। কেকেআর সমর্থকরাও তারই প্রত্যাশায়।

Andre Russels Wife: মান-চিত্রে দূরত্ব, মন-চিত্রে নয়; ভালোবাসায়ও টি-টোয়েন্টি রাসেলের!
Image Credit source: INSTAGRAM/BCCI FILE

Apr 19, 2025 | 8:00 PM

লং ডিসট্যান্স রিলেশনশিপ…। বর্তমান সময়ে অতি পরিচিত শব্দ। আন্দ্রে রাসেলের তো আগে থেকেই। কী ভাবে! সেটাই তো খুঁজে দেখা হবে। আন্দ্রে রাসেলকে নিয়ে নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে কি? যাঁরা একটু আধটুও ক্রিকেটের খোঁজ রাখেন, কার্যত সকলেই চেনেন। বরং বলা যায়, রাসেলকে চেনেন না, এমন ক্রিকেট প্রেমী দূরবীণ দিয়ে খুঁজতে হবে।

সারা বিশ্বেই এখন বছর ভর কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলেন। আর ক্যারিবিয়ান ক্রিকেটারদের চাহিদাও প্রচুর। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও এক যুগের বেশি খেলছেন। কলকাতা নাইট রাইডার্সের কিংবদন্তি। আন্দ্রে রাসেলকে ঘিরে কেকেআর সাপোর্টারদের চোখের মণিও বলা যায়। যদিও চলতি মরসুমে এখনও অবধি হতাশ করেছেন। রাসেলের মাসল পাওয়ার দেখা যায়নি। ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় রাসেল। কেকেআর সমর্থকরাও তারই প্রত্যাশায়।

ক্রিকেটকে রাসেল অনেক কিছুই দিয়েছেন। তেমনই ক্রিকেটও রাসেলকে দু-হাত ভরে দিয়েছে। একঝাঁক ট্রফি, নানা মুহূর্ত। হতাশার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসা দিয়েছে ক্রিকেট। আসল কথাটাই তো বলা হল না, ক্রিকেট মাঠই তো তাঁকে দিয়েছে জীবন সঙ্গী। সেটা অবশ্য আইপিএলের মঞ্চে নয়। মডেলই হয়ে উঠেছিলেন, রাসেলের মেডেল। ক্রিকেটে যেমন টি-টোয়েন্টি ফরম্যাট বেশি পছন্দের, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও যেন টি-টোয়েন্টিই পছন্দ। কী ভাবে?

সালটা ২০১৪। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মাঝেই আন্দ্রে রাসেলের সঙ্গে জ্যাসিম লরার সমীকরণ ধীরে ধীরে সামনে আসে। জ্যাসিমের রূপে ফিদা হয়ে গিয়েছিলেন। তাঁদের কেমিস্ট্রি খুব তাড়াতাড়ি রঙিন হয়ে ওঠে। ঠিক কত দিন আগে থেকে পরিচয়, তা অবশ্য় টপ সিক্রেট। তবে ওই যে টি-টোয়েন্টি! ২০১৪ সালেই এনগেজমেন্ট। দু-বছরের মধ্যেই বিয়ে। সেটাও ব্যক্তিগতই রাখতে পছন্দ করেছিলেন। খুব কাছের লোকেরাই উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। অনেকটা বলিউড-ক্রিকেটের মেলবন্ধনের মতো। ২০২০ সালে তাঁদের সন্তানও হয়।

রাসেলের সঙ্গে মান-চিত্রে অবশ্য দূরত্ব রয়েছে। তবে মন-চিত্রে নয়। জ্যাসিম থাকেন ফ্লোরিডায়। পেশায় মডেল। পেশাগত দিক থেকে ব্যস্ততা রয়েছে। অন্য দিকে, বছরের বেশির ভাগ সময়ই ক্রিকেটে ব্যস্ত থাকেন রাসেল। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন। তবে ২০১৯ সালে একটি স্পেশাল মুহূর্ত তৈরি হয়েছিল। আইপিএলে ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচ ছিল। আন্দ্রে রাসেলের বার্থ ডে-ও। ম্যাচ শেষে বার্থ ডে বয় আন্দ্রে রাসেলের ইন্টারভিউ নিয়েছিলেন স্ত্রী জ্যাসিম।

জ্যাসিমের পরবর্তী সময়ের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি অবশ্য নানা জল্পনা তৈরি করে। একাকী, কখনও বা সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেন জ্যাসিম। গুঞ্জন ছড়ায়, তা হলে কি সম্পর্কে চিঁড় ধরেছে? যদিও জ্যাসিম ইন্সটা স্টোরিতে সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। আইপিএল শেষেই হয়তো ফের দেখা হবে!