IPL 2025, KKR Breaking: জাতীয় দল থেকে ছাঁটাই, কেকেআরের দায়িত্বে ফিরলেন অভিষেক নায়ার
IPL 2025, Kolkata Knight Riders: এরপরই ভারতীয় দলের কোচ হন গৌতম গম্ভীর। পাশাপাশি সহকারী হিসেবে তিনি চেয়েছিলেন অভিষেক নায়ারকে। সদ্য বোর্ড তাঁকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘদিনের সঙ্গী অভিষেক নায়ার। তাঁর হাত ধরে একাধিক তরুণ ক্রিকেটার পরিণত হয়ে উঠেছেন। গত মরসুমে গৌতম গম্ভীরের সহকারী ছিলেন অভিষেক নায়ারই। আইপিএলে চ্যাম্পিয়নও হয় কলকাতা নাইট রাইডার্স। এরপরই ভারতীয় দলের কোচ হন গৌতম গম্ভীর। পাশাপাশি সহকারী হিসেবে তিনি চেয়েছিলেন অভিষেক নায়ারকে। সদ্য বোর্ড তাঁকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে। সেই অভিষেক নায়ার ফিরলেন কলকাতা নাইট রাইডার্সেই।
গৌতম গম্ভীরের সময়কালে টেস্ট ক্রিকেটে ভারতের পারফরম্যান্স হতাশাজনক। বিশেষ করে ব্যাটিংয়ের কথা বলতে হয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ হয়েছে ভারত। অতীতে ২ কিংবা তার বেশি টেস্টের সিরিজে ভারত কখনও ক্লিনসুইপ হয়নি। এরপর বর্ডার-গাভাসকর ট্রফিতেও হার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও যেতে ব্যর্থ ভারত। এরপর থেকেই নানা প্রশ্ন উঠছিল। শোনা যাচ্ছিল, ভারতীয় দলে ভিন্ন ফরম্যাটে আলাদা কোচও নিয়োগ হতে পারে। যদিও বর্ডার-গাভাসকর ট্রফির রিভিউ মিটিংয়ের পর ছাঁটাই করা হয়েছে গম্ভীরের সহকারী অভিষেক নায়ারকে।
অভিষেক নায়ারের খবর প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়ে যায়, তা হলে কি তিনি ফের কেকেআরে যোগ দেবেন? কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী দু-দিন আগেই অভিষেক নায়ারকে নিয়ে ইনস্টাস্টোরি পোস্ট করেন। জল্পনা আরও বাড়ে। আর অবশ্য জল্পনা নেই। কলকাতা নাইট রাইডার্সের তরফে সরকারী ভাবে জানিয়ে দেওয়া হয়েছে অভিষেক নায়ারের ফের যোগ দেওয়ার কথা। আজ ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিসেও যোগ দেবেন অভিষেক নায়ার। এমনটাই জানানো হয়েছে কেকেআরের তরফে।
Welcome back home, @abhisheknayar1 💜 pic.twitter.com/IwJQTnAWxa
— KolkataKnightRiders (@KKRiders) April 19, 2025
