LSG vs GT Playing XI IPL 2025: টপ অর্ডার ‘নির্ভর’ দল! LSG-GT দু-দলের কম্বিনেশন কী হতে পারে?
LSG vs GT Preview: অন্য দিকে, লখনউ সুপার জায়ান্টস গত ম্যাচে কেকেআরকে ঘরের মাঠে হারিয়েছে। যদিও সেই ম্যাচ যে কোনও দিকেই যেতে পারত। শেষ মুহূর্তে ৪ রানে জয়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। দুটি দলই ছন্দে। নিজেদের শেষ ম্যাচে জিতেছে। কিন্তু ধারাবাহিকতার কথা বললে কিছুটা হলেও এগিয়ে টাইটান্স। ঘরে-বাইরে দু-ক্ষেত্রেই ভালো পারফর্ম করেছে গুজরাট টাইটান্স। অন্য দিকে, লখনউ সুপার জায়ান্টস গত ম্যাচে কেকেআরকে ঘরের মাঠে হারিয়েছে। যদিও সেই ম্যাচ যে কোনও দিকেই যেতে পারত। শেষ মুহূর্তে ৪ রানে জয়। আজ ঘরের মাঠে ভালো পারফরম্যান্স করায় নজর লখনউয়ের।
গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস দু-দলের ক্ষেত্রেই টপ অর্ডার দুর্দান্ত পারফর্ম করছে। টাইটান্সের ক্ষেত্রে কিছুটা স্বস্তি, গত ম্যাচে মিডল অর্ডারে শাহরুখ খান একটা ভালো ইনিংস খেলেছেন। রশিদ খান বোলিংয়ে ফর্মে ফিরলেও ব্যাটিংয়ে এখনও সেই পুরনো মেজাজে দেখা যায়নি। অন্য দিকে, লখনউ সুপার জায়ান্টস মিডল অর্ডারে ভাবনা ক্যাপ্টেনের ফর্ম। গত ম্যাচে যদিও চারে নামেননি। যে সময় ব্যাটিংয়ের জন্য রেডি হয়েছিলেন, হাতে গোনা কয়েকটি ডেলিভারি বাকি। তাঁর আর নামার প্রয়োজন পড়েনি। তবে রোজ টপ অর্ডার পারফর্ম করবে এই গ্য়ারান্টি নেই। ঋষভের সামনে তাই বড় চ্যালেঞ্জ।
বোলিংয়ের দিক থেকে কিছুটা হলেও অ্যাডভান্টেজ টাইটান্স। মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ধারাবাহিক ভালো খেলছেন। গত ম্যাচে কুলবন্ত কেজরোলিয়াও ভালো পারফর্ম করেছেন। রশিদ খান ফর্মে ফেরায় স্বস্তি বেড়েছে। লখনউয়ের বোলিং আক্রমণে শার্দূল, আবেশ, আকাশ দীপরা থাকলেও ধারালো মনে হয়নি। তাদের ক্ষেত্রে ইতিবাচক দিক এ মরসুমের নতুন মুখ দিগ্বেশ রাঠি। কী হতে পারে দু-দলের কম্বিনেশন? লখনউয়ের ক্ষেত্রে কম্বিনেশন বদলের সম্ভাবনা নেই বললেই চলে। টাইটান্সের ক্ষেত্রে বলা যায় বোলিংয়ে গত ম্যাচে চার পেসার খেলানো হলেও লখনউয়ের পিচ এবং দিনের ম্যাচের কথা ভেবে অফস্পিনার তথা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে ফেরানো হতে পারে।
গুজরাট টাইটান্স সম্ভাব্য দ্বাদশ: শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আর্শাদ খান/কুলবন্ত কেজরোলিয়া
লখনউ সুপার জায়ান্টস সম্ভাব্য দ্বাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দূল ঠাকুর, আবেশ খান, আকাশ দীপ, দিগ্বেশ রাঠি, রবি বিষ্ণোই
