LSG vs SRH Playing XI IPL 2025: লখনউয়ের স্বপ্ন ভঙ্গ করার লক্ষ্যে সানরাইজার্স! সচিনকে নামাচ্ছেন কামিন্স…

LSG vs SRH Preview: প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের বাকি তিনটি ম্যাচ স্রেফ মর্যাদা রক্ষার। কিন্তু তাদের হাতে অন্য দলের প্লে-অফের চাবি। লখনউ সুপার জায়ান্টসের কাছে মরন বাঁচন ম্যাচ।

LSG vs SRH Playing XI IPL 2025: লখনউয়ের স্বপ্ন ভঙ্গ করার লক্ষ্যে সানরাইজার্স! সচিনকে নামাচ্ছেন কামিন্স...
Image Credit source: PTI

May 19, 2025 | 4:02 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একদিন আগে অবধিও পরিস্থিতি ছিল অন্য। কোনও দলেরই প্লে-অফ সরকারি ভাবে নিশ্চিত ছিল না। সুপার সান ডে-এর দ্বিতীয় ম্যাচে সব হিসেব বদলে দিয়েছে গুজরাট টাইটান্স। তারা দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে। গুজরাট টাইটান্সের পাশাপাশি প্লে-অফে পৌঁছে গিয়েছে পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। বাকি রয়েছে মাত্র একটি স্লট। লড়াইয়ে তিন দল। তার মধ্যে অন্যতম লখনউ সুপার জায়ান্টস। আজ ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছেন ঋষভ পন্থরা। তাদের প্লে-অফ স্বপ্ন ভেঙে দিতে পারে সানরাইজার্স হায়দরাবাদ।

প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের বাকি তিনটি ম্যাচ স্রেফ মর্যাদা রক্ষার। কিন্তু তাদের হাতে অন্য দলের প্লে-অফের চাবি। লখনউ সুপার জায়ান্টসের কাছে মরন বাঁচন ম্যাচ। হারলে শুধুই অঙ্কে টিকে থাকা। জিতলে খুবই ভালো। কিন্তু লখনউ সুপার জায়ান্টসের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। সবচেয়ে অস্বস্তি তাদের ক্যাপ্টেন ঋষভ পন্থের ফর্ম। টপ অর্ডারে অতিরিক্ত নির্ভরতাই কাল হয়েছে লখনউয়ের।

সানরাইজার্স শিবিরে একটা অস্বস্তি হয়েছে। কোভিড পজিটিভ হওয়ায় ট্রাভিস হেডকে পাবে না তারা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা সচিন বেবিকে খেলাতে পারে হায়দরাবাদ। ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে ঈশান কিষাণ। তিনে দেখা যেতে পারে সচিনকে। বাড়তি নজর থাকবে ঈশান কিষাণ এবং মহম্মদ সামির দিকে। ইংল্যান্ড সফরে ভারত এ দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন ঈশান। কিন্তু পারফর্ম করতে না পারলে ব্যাকআপ হয়েই থেকে যেতে হবে। তেমনই এ বারের আইপিএলে ছন্দহীন সামি। টেস্ট স্কোয়াডে তাঁর জায়গা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বাকি তিনটে ম্যাচ সামিরও পরীক্ষা।

লখনউ সুপার জায়ান্টস ক্যাপ্টেন ঋষভ পন্থের টেস্ট ভবিষ্যৎ আশঙ্কায়। আইপিএলের বাকি ম্যাচে টিমের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও নজর থাকবে। আজকের ম্যাচে কম্বিনেশন বাছাইয়ে লখনউয়ের ভাবনা বিদেশি বাছাই। পেস বোলিং আক্রমণে উইল ও’রুরকি যোগ দিয়েছেন। কিন্তু তাঁকে খেলাতে হলে কোনও এক বিদেশিকে বসাতে হবে। টপ থ্রি ব্যাটারকে বসানো কঠিন। মিলারের পরিবর্তে উইলের খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দ্বাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার/উইল ও’রুরকি, আব্দুল সামাদ, রবি বিষ্ণোই, শার্দূল ঠাকুর, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, আবেশ খান

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দ্বাদশ: ঈশান কিষাণ, অভিষেক শর্মা, সচিন বেবি, হেনরিখ ক্লাসেন, নীতীশ রেড্ডি, অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স, জয়দেব উনাদকাট, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, জিশান আনসারি