
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। মুম্বই ক্যাপ্টেন এই ম্যাচের আগে খোশমেজাজে। গত দুটি ম্যাচ হারলেও মুম্বই কিন্তু জয়ের খুবই কাছে ছিল। হার্দিক নিজে ভালো পারফর্ম করছেন। ভাগ্য সঙ্গ দিচ্ছে না। দিল্লির বিরুদ্ধেও কঠিন লড়াই। এ বারের মরসুমে দিল্লি ক্যাপিটালস একমাত্র দল যারা এখনও অবধি একটি ম্যাচও হারেনি। তাদের বিরুদ্ধে নামার আগে হৃদয় জিতলেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। দেশের তরুণ এক মহিলা ক্রিকেটারকে দেওয়া কথা রাখলেন সিনিয়র ক্রিকেটার হার্দিক পান্ডিয়া।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। ভারতের নতুন প্রতিভা অলরাউন্ডার কাশ্বী গৌতম। উইমেন্স প্রিমিয়ার লিগে গত মরসুমে দল পেলেও চোটের কারণে খেলা হয়নি। এ মরসুমে গুজরাট জায়ান্টসের হয়ে খেলেছিলেন কাশ্বী। সদ্য জাতীয় দলেও সুযোগ পেয়েছেন এই অলরাউন্ডার।
যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে কাশ্বীকে ব্যাট উপহার দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। পাশাপাশি জাতীয় দলে সুযোগ পাওয়ায় তাঁকে শুভেচ্ছাও জানান হার্দিক। সকলেই এই ভিডিয়োয় মুগ্ধ। হার্দিক পান্ডিয়ার মতো এক সিনিয়র ক্রিকেটারের আচরণ মন জয় করে নিয়েছে।
উইমেন্স প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস মুখোমুখি হয়েছিল। ম্যাচ শেষে হার্দিকের সঙ্গে কাশ্বীর পরিচয় করান ভারতীয় মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য হরলীন দেওল। কাশ্বী গৌতম হার্দিকের ফ্যানও। স্বাভাবিক ভাবেই হার্দিকের সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন তরুণ ক্রিকেটার। সেখানেই কাশ্বীকে ব্যাট দেওয়ার কথা দিয়েছিলেন হার্দিক। সেই কথাই রাখলেন।