
কলকাতা: এটাই হয়তো আইপিএলে শেষ মরসুম। চেন্নাই সুপার কিংসের হারের হ্যাটট্রিকের মাঝে প্রশ্ন উঠছে ধোনির পারফরম্যান্স নিয়ে। অথচ টিমের বাকিরা সেই অর্থে ধারাবাহিকতা দেখাতে পারছেন না। নানা কারণে অস্বস্তিতে পড়তে দেখা যাচ্ছে ধোনিকেও। আইপিএল কেরিয়ারে এই মরসুমটা উপভোগ করাই লক্ষ্য ছিল মাহির। তাঁর খেলার ধরন কিন্তু তাই ইঙ্গিত করছে। তবে গত মরসুমের মতো কয়েক বলের ক্যামিও খেলছেন না। এর মাঝেই লজ্জার নজির গড়লেন ধোনি। যা একেবারেই তাঁকে মানায় না।
শনিবার নিজেদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালস, বিশেষ করে লোকেশ রাহুল দুর্দান্ত ব্যাটিং করেছেন। চেন্নাই সুপার কিংসের ফিল্ডিংও হতাশ করেছে। ঘরের মাঠে চেন্নাইয়ের ব্যাটিং বিভাগ চূড়ান্ত ব্যর্থ। চেন্নাইকে ১৮৪ রানের টার্গেট দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। রান তাড়ায় সাতে নামেন ধোনি। তখনও অবশ্য অনেকটা পথ বাকি।
ম্যাচের হাল ধরতে নেমে ধোনির নামে তৈরি হল লজ্জার রেকর্ড। এই আইপিএলে সব থেকে বেশি বল খেলে প্রথম বাউন্ডারি মারেন ধোনি। দিল্লির বিরুদ্ধে ১৯ টি ডেলিভারি খেলার পর একটি চার মারেন মাহি। যা একেবারেই তাঁর সঙ্গে মানানসই নয়। এই আইপিএলে আর কারও এতগুলো ডেলিভারির পর বাউন্ডারি মারার রেকর্ড নেই। ম্যাচে সব মিলিয়ে ২৬ বল খেলে ৩০রান করেন মাহি।