AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni, CSK: প্র্যাক্টিসে নেই, ধোনি খেলবেন তো? সিএসকে কোচ বললেন…

IPL 2025, KKR vs CSK at Eden Gardens: মনে করা হচ্ছে আইপিএলে এটিই ধোনির শেষ মরসুম। আর তা হলে, ইডেন গার্ডেন্সে শেষ বার ধোনিকে দেখা যাবে। কিন্তু তিনি খেলবেন তো? ম্যাচের আগে দু-দিন প্র্যাক্টিস করল চেন্নাই সুপার কিংস। যদিও প্র্যাক্টিসে আসেননি ধোনি। কী বলছেন চেন্নাই সুপার কিংসের কোচ?

MS Dhoni, CSK: প্র্যাক্টিসে নেই, ধোনি খেলবেন তো? সিএসকে কোচ বললেন...
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: May 06, 2025 | 8:01 PM
Share

মহেন্দ্র সিং ধোনি। কলকাতার কাছে ‘ঘরের’ ছেলেও। দেশের যে ম্যাচেই ধোনি খেলুক না কেন, সেটিই তাঁর হোম গ্রাউন্ড। আর ধোনি তো এখানকার জামাই। গত মরসুমেও কেকেআর-চেন্নাই ম্যাচে ইডেন গার্ডেন্সে বোঝা দায় হয়েছিল, কার হোম ম্যাচ। মহেন্দ্র সিং ধোনির সমর্থনে গ্যালারিতে হলুদ জার্সির ভিড়। এ বারও এমন পরিস্থিতিই হওয়ার কথা। তার কারণ, মনে করা হচ্ছে আইপিএলে এটিই ধোনির শেষ মরসুম। আর তা হলে, ইডেন গার্ডেন্সে শেষ বার ধোনিকে দেখা যাবে। কিন্তু তিনি খেলবেন তো? ম্যাচের আগে দু-দিন প্র্যাক্টিস করল চেন্নাই সুপার কিংস। যদিও প্র্যাক্টিসে আসেননি ধোনি। কী বলছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ এরিক সিমন্স?

ম্যাচের আগের দিন চেন্নাই সুপার কিংস প্র্যাক্টিসে দেখা গেল তাদের নতুন সদস্য উর্ভিল প্যাটেলকে। জোর কদমে কিপিং ড্রিল সারছেন। ধোনি দু-দিন প্র্যাক্টিসে এলেন না। কাল খেলবেন কি না, এই নিয়ে ধোঁয়াশা থাকতেই পারে। প্রস্তুতিতে না থাকা অবশ্য বড় বিষয় নয়। অন্তত ধোনির মতো ক্রিকেটারের জন্য। চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ধোনি নিজের মতো নিজেকে প্রস্তুত রাখে। ও জানে কী ভাবে নিজেকে তৈরি রাখতে হয়। এটাই ওর প্রিপারেশন।’

এরপরই যেন গুগলি দিলেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ। তাঁকে সরাসরি জানতে চাওয়া হয়, ধোনি খেলবেন তো? প্রথমে হ্যাঁ বলেন। তারপর অবশ্য বলেন, ‘আমরা আশা করছি কাল ওকে মাঠে দেখব।’ এই উত্তর থেকে মনে করা যেতেই পারে, ধোনি হয়তো এই ম্যাচে নাও খেলতে পারেন। অবশ্য, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হতেই পারে ধোনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র ব্যাটিংয়ে নামলেন! কিপার হিসেবে উর্ভিলকে খেলিয়ে, জাডেজা কিংবা স্যাম কারানকে অনফিল্ড ক্যাপ্টেন্সি দিয়ে, ধোনি ডাগআউট থেকেই নেতৃত্ব দিলেন!

চেন্নাই সুপার কিংস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে বাকি ম্যাচের তাতে গুরুত্ব কমছে না, এমনটা পরিষ্কার করে দিয়েছেন চেন্নাইয়ের বোলিং কোচ। তাই মনে করা হচ্ছে, প্র্যাক্টিসে না এলেও ধোনি খেলবেন, নতুনদেরও সুযোগ দেবেন। সিমন্স আরও বলেন, ‘ধোনি একজন এমন ক্রিকেটার যে তরুণ তুর্কিদের কাছে ইনফ্লুয়েন্সার। আপনারা ওকে ক্রিকেটার হিসেবে দেখেন। কিন্তু ও শুধুমাত্র একজন ক্রিকেটার নন। দলের মধ্যে সব সময়ই ওর ভূমিকা কাজ করে। মাঝপথে নেতৃত্বের ভার নিলেও তাতে কোনও অসুবিধা নেই। আমাদের প্লে অফে ওঠার আশা না থাকলেও, আমরা নিজেদের কাজ এবং লক্ষ্যতে সচেষ্ট থাকব। গুরুত্ব সহকারেই এই ম্যাচে মাঠে নামব।’