
কলকাতা: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের এই মরসুমে হলটা কী? দলের খেলার ধরণ দেখে নিজেই ক্ষুব্ধ দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার ম্যাচের পরে ‘ক্যাপ্টেন কুল’ আর কুল থাকতে পারলেন না। ম্যাচের পরে তাঁর মুখের প্রতিচ্ছবিই বলে দিচ্ছিল তিনি চটেছেন। নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু দলের হার ফেরাতে পারছেন না। সেই বিরক্তিই যেন চোখেমুখে। শুক্রবার নিজেদের ঘরের মাঠে ফের একবার হার সিএসকের। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৫ উইকেটে হারতে হল ধোনিদের।
হায়দরাবাদের কাছে হেরে প্লে-অফে যাওয়ার রাস্তা আরও কঠিন হয়ে গেল চেন্নাইয়ের। ধোনি বলেছেন, “চিপকের মাঠে ১৫৪ রান অনেক কম।” মাহির যুক্তি, হায়দরাবাদের ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে কঠিন পরিস্থিতির মধ্যে ব্যাট করছিলেন। তাও বোলাররা এই সময়টার সুযোগ তুলতে পারেনি। ম্যাচ শেষে ধোনি বলেছেন, “আমরা প্রতিবার তাড়াতাড়ি উইকেট হারিয়ে ফেলছি। প্রথম ইনিংসে পিচ বেশ ভালোই ছিল। আমাদের করা ১৫৫ রানটা বড্ড কম ছিল ম্যাচটা জেতার জন্য। দ্বিতীয় ইনিংসে একটু সুবিধা পাওয়া গিয়েছিল। আমাদের বোলাররা ভালো জায়গায় বল করছিল। কিন্তু আমরা ১৫-২০ রান কম করেছি।”
তবে প্রোটিয়া ব্যাটার ব্রেভিসকে নিয়ে উচ্ছ্বসিত ধোনি। “ও খুব ভালো ব্যাটিং করেছে আজ । এই ধরনের ব্যাটিং প্রয়োজন মিডল অর্ডারে। মাঝের ওভারগুলোয় স্পিনারদের ভালো ভাবে খেলতে হবে। এই ওভারগুলোয় আমাদের আরও উন্নতি করতে হবে।” এই মুহূর্তে চেন্নাই লিগ টেবলের একদম নিচে রয়েছে। তাঁদের এবারের প্লে-অফে যাওয়া খুব কঠিন।