PBKS vs CSK Playing XI IPL 2025: চেন্নাই শিবিরে SOS! পঞ্জাবের টার্গেট রিস্টার্ট, কী হতে পারে কম্বিনেশন?
PBKS vs CSK Preview: চেন্নাই সুপার কিংসের পরিস্থিতি পুরোপুরি উল্টো। তাদের টিমে যেন ব্যাটিংয়ে SOS পরিস্থিতি। হারের হ্যাটট্রিক। বিশেষ করে ব্য়াটিং পারফরম্যান্স কোনও ভাবেই যেন ক্লিক হচ্ছে না। ব্যাটিংয়ে ওপেনিংয়ে হোক বা মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমে ফেভারিট ধরা হচ্ছে পঞ্জাব কিংসকে। ব্যাটিং, বোলিং, অলরাউন্ডারের অপশন। সব দিক থেকেই ব্যালান্সড দল পঞ্জাব। তাদের কাছে ঘরই শত্রু হয়ে উঠেছে। গত মরসুমেও মুল্লানপুরের মাঠে হতাশার পারফরম্যান্স ছিল। এ মরসুমে টানা দুটি ম্যাচ জিতে অভিযান শুরু করেছিল পঞ্জাব কিংস। কিন্তু ঘরে ফিরেই হার। তাতে অবশ্য চিন্তিত নন শ্রেয়স আইয়ার। পরিস্থিতি বুঝে উঠতে সময় লাগবে, স্বীকার করে নিয়েছেন। বরং, শুরুতেই এই ধাক্কাটা ওয়ার্নিং বেল মনে করেন শ্রেয়স। তবে একটা কথা মানতেই হবে, ব্যাটিংয়ে পার্টনারশিপের যে অভাব ছিল পরিষ্কার। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই টার্গেট শ্রেয়সদের।
চেন্নাই সুপার কিংসের পরিস্থিতি পুরোপুরি উল্টো। তাদের টিমে যেন ব্যাটিংয়ে SOS পরিস্থিতি। হারের হ্যাটট্রিক। বিশেষ করে ব্য়াটিং পারফরম্যান্স কোনও ভাবেই যেন ক্লিক হচ্ছে না। ব্যাটিংয়ে ওপেনিংয়ে হোক বা মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডার। ব্যাটিংকে টানার মতো ধারাবাহিক কেউ নেই। এখান থেকে বেরনোর উপায় অজানা। ঋতুরাজ গায়কোয়াড় ওপেনিংয়ে ফিরলে কি সমস্যা মিটতে পারে?
তেমনই এ মরসুমে চেন্নাইয়ের ফিল্ডিংও ফ্লপ। সব দিক থেকেই ব্যাকফুটে চেন্নাই সুপার কিংস। পঞ্জাবের মাঠে সিএসকে যে আন্ডারডগ হিসেবে নামছে বলাই যায়। তবে পাঁচ বারের চ্যাম্পিয়নরা এমন পরিস্থিতি থেকে যে ঘুরে দাঁড়াতে পারেন, এ বিষয়ে সন্দেহ নেই। এই ম্যাচে দেখা যেতে পারে অংশুল কম্পোজকে। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?
পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াদেরা, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, হরপ্রীত ব্রার, মার্কো জানসেন, অর্শদীপ সিং, লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহাল।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দ্বাদশ: রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, বিজয় শঙ্কর, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, অংশুল কম্বোজ, নুর আহমেদ, মাতিসা পাথিরানা, খলিল আহমেদ।





