PBKS vs RR Playing XI IPL 2025: অপরিচিত হোম গ্রাউন্ড, রাজস্থানের বাধা ফর্মে থাকা শ্রেয়স আইয়ার
PBKS vs RR Preview: শুরুটা জোড়া হারে হলেও গত ম্যাচে চেন্নাইকে হারিয়েছিল। নীতীশ রানা ফর্মে ফিরেছেন। রাজস্থান শিবিরে বড় স্বস্তি সঞ্জু পুরোপুরি ফিট সার্টিফিকেট পাওয়ায় নেতৃত্বে ফিরছেন। আর চিন্তা, ওপেনার যশস্বী জয়সওয়ালের ফর্ম।

আইপিএলে আজ ডাবল হেডার। দিনের দ্বিতীয় ম্যাচে নজর থাকবে মুল্লানপুরে। মোহালি থেকে কিছুটা দূর। গত মরসুম থেকেই পঞ্জাব কিংস হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে এই নতুন স্টেডিয়ামকে। এ মরসুমে দুটির মধ্যে দুটিই জিতেছে পঞ্জাব কিংস। প্রথম হোম ম্যাচ। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। তাদের শুরুটা জোড়া হারে হলেও গত ম্যাচে চেন্নাইকে হারিয়েছিল। নীতীশ রানা ফর্মে ফিরেছেন। রাজস্থান শিবিরে বড় স্বস্তি সঞ্জু পুরোপুরি ফিট সার্টিফিকেট পাওয়ায় নেতৃত্বে ফিরছেন। আর চিন্তা, ওপেনার যশস্বী জয়সওয়ালের ফর্ম।
শ্রেয়স আইয়ারদের কাছেও কি হোমগ্রাউন্ড অচেনা? এই প্রশ্নটা থাকছেই। লখনউ এবং আরসিবিও এই সমস্যায় পড়েছিল। পঞ্জাব কিংস ঘরের মাঠকে কতটা চিনে উঠতে পেরেছে, নিশ্চিত নয়। তাই একটা বিষয় বলা যায়, যে ক্যাপ্টেনই টস জিতবেন, হয়তো রান তাড়ার সিদ্ধান্তই নেবেন। যাতে প্রথম ইনিংসে পিচ এবং পরিস্থিতি অনেকটা বুঝে নেওয়া যায়। পারফরম্যান্স বা কম্বিনেশনের ক্ষেত্রে বলা যায়, পঞ্জাব কিংস অনেকটাই গুছিয়ে নিয়েছে। তাদের কম্বিনেশন খুবই নমনীয়। বিদেশিদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর বিলাসিতা রয়েছে। কারণ, দক্ষ এবং বিকল্প অনেক।
রাজস্থান জয়ে ফেরায় আত্মবিশ্বাস নিয়েই নামবে। যদিও তাদের কাছে বড় বাধা ফর্মে থাকা শ্রেয়স আইয়ার। প্রথম দু-ম্যাচেই চ্যাম্পিয়নের মতোই ব্যাটিং করেছেন শ্রেয়স। তেমনই তরুণদের মধ্যে যাঁরাই সুযোগ পাচ্ছেন, ছাপ ফেলছেন। গত ম্যাচে যেমন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেহাল ওয়াদেরাকে নামানো হয়। ক্যাপ্টেনের সঙ্গে দুর্দান্ত ইনিংস খেলেছেন।
মুল্লানপুরের স্টেডিয়ামে গত মরসুমে দুটো সমস্য়াও দেখা গিয়েছিল বলা যায়। প্রথমত, মাঠ বড়। দ্বিতীয়ত পিচ স্লো। ফলে শট খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে। এ বারও পরিস্থিতি একই হতে পারে বলে মনে করা হচ্ছে। গত মরসুমে মাত্র দু-বার প্রথমে ব্যাট করা দল ১৮০ পেরিয়েছিল এই মাঠে। ফলে রাজস্থানের প্রাক্তনী যুজবেন্দ্র চাহাল পুরনো দলের কাছে আতঙ্কের হতে পারেন।
পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, সূর্যাংশ শেড়গে, মার্কো জানসেন, লকি ফার্গুসন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, বিজয়কুমার বিশাখ/নেহাল ওয়াদেরা
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ-সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, শিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা, শুভম দুবে।





