ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হচ্ছে ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচেই ধুন্ধুমার। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সে কারণে এ বার ইডেন গার্ডেন্সে যেমন উদ্বোধনী ম্যাচ তেমনই ফাইনালও। প্রতিযোগিতার দ্বিতীয় দিন বড় ম্যাচ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হতে চলেছে। হোম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেমন হতে পারে চেন্নাই সুপার কিংসের একাদশ?
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে তাদের হারানো খুবই কঠিন। স্পিন সহায়ক পিচে আবারও জুটি বাঁধতে চলেছেন রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। তবে উইকেটের পিছন থেকে তাঁকে সহযোগিতা করার জন্য রয়েছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। সিএসকে-তে তাঁর চেয়ে বড় স্টার আর কেউ নেই।
ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করবেন। তাঁর সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা প্রবল নিউজিল্যান্ডের বাঁ হাতি ব্যাটার ডেভন কনওয়ের। তিন নম্বরে দেখা যেতে পারে রাহুল ত্রিপাঠীকে। তবে ব্যাটিং অর্ডারে চার নম্বর নিয়ে কিছু ধোঁয়াশা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বেশ কিছু বিকল্প রয়েছে। এর মধ্যে শিবম দুবে, দীপক হুডার পাশাপাশি বিদেশি ক্রিকেটার স্যাম কারানও রয়েছেন। খেলানোর সম্ভাবনা বেশি শিবম দুবেকেই। তাঁকে বেশিরভাগ ক্ষেত্রে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই ব্যবহার করা হয়েছে।
চারে দেখা যেতে পারে দীপক হুডাকেও। পাঁচে দেখা যেতে পারে স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে। সাতে ব্যাট করবেন জার্সি নম্বর সেভেন মহেন্দ্র সিং ধোনি। আটে স্যাম কারান। তাঁকে আটে রাখা মানে ব্যাটিং গভীরতাও বাড়ছে। নয় নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ের পিচে স্পিনার বেশি খেলানো হবে প্রত্যাশিত। তাই দশে পেসার মাতিসা পাথিরানা থাকলেও একাদশে তৃতীয় স্পিনার হিসেবে চায়নাম্যান নুর আহমেদকে দেখা যেতে পারে। বাঁ হাতি বোলারের অপশন খুঁজলে খলিল আহমেদ এবং মুকেশ চৌধুরী রয়েছে।