AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: আইপিএলে অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে কারা? দেখে নিন

IPL 2025 Purple Cap and Orange Cap: প্লে-অফে জায়গা করতে পারেনি পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই। আইপিএলের ইতিহাসে এই প্রথম বার পয়েন্ট টেবলে লাস্ট বয় হয়েছে তারা। ব্যক্তিগত ভাবে ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন নুর আহমেদ।

IPL 2025: আইপিএলে অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে কারা? দেখে নিন
Image Credit: PTI
| Updated on: May 28, 2025 | 4:31 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব শেষ। অরেঞ্জ ক্যাপ অর্থাৎ সর্বাধিক রানের নিরিখে তালিকায় শীর্ষে রয়েছেন গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন। যদিও খুব পিছিয়ে নেই ক্যাপ্টেন শুভমন গিলও। তবে বোলারদের তালিকা অর্থাৎ পার্পল ক্যাপের লড়াই অবশ্য জমজমাট। এখনও অবধি তালিকায় শীর্ষে রয়েছেন নুর আহমেদ। চেন্নাই সুপার কিংসের চায়নাম্যান স্পিনার। প্লে-অফে জায়গা করতে পারেনি পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই। আইপিএলের ইতিহাসে এই প্রথম বার পয়েন্ট টেবলে লাস্ট বয় হয়েছে তারা। ব্যক্তিগত ভাবে ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন নুর আহমেদ।

অরেঞ্জ ক্যাপ অর্থাৎ সর্বাধিক রানের ক্ষেত্রে শীর্ষে সাই সুদর্শন। গুজরাট টাইটান্সের এই ওপেনার ১৪ ম্যাচে করেছেন ৬৭৯ রান। রয়েছে একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফসেঞ্চুরি। দ্বিতীয় স্থানে গুজরাট ক্যাপ্টেন শুভমন গিল (৬৪৯)। তৃতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। তাঁর ঝুলিতে ৬৪০ রান। চতুর্থ স্থানে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের ওপেনার মিচেল মার্শ (৬২৭)। যদিও লিগ পর্বেই ছিটকে গিয়েছে লখনউ। শীর্ষ পাঁচে ঢুকে পড়েছেন বিরাট কোহলি। আটটি হাফসেঞ্চুরি সহ ১৩ ইনিংসে করেছেন ৬০২ রান। আরসিবির একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিল। নয়তো আরও উপরের দিকেও থাকতে পারতেন বিরাট।

বোলারদের অর্থাৎ পার্পল ক্যাপের তালিকায় শীর্ষে চেন্নাই সুপার কিংসের নুর আহমেদ। ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন তিনি। প্লে-অফে নেই চেন্নাই। তালিকায় দ্বিতীয় স্থানে গুজরাট টাইটান্সের পেসার প্রসিধ কৃষ্ণ। তাঁর ঝুলিতে রয়েছে ২৩ উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট ১৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে। চোটের জন্য বেশ কিছু ম্যাচ মিস করেছেন জশ হ্যাজলউড। আরসিবির এই অজি পেসার এখনও অবধি ১০ ম্যাচে নিয়েছেন ১৮টি উইকেট। ১৪ ম্যাচে তাঁর সমসংখ্যক উইকেট নিয়েছেন পঞ্জাব কিংসের বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। প্রসিধ, বোল্ট, জশ, অর্শদীপের কাছে সুযোগ রয়েছে তালিকায় উপরে ওঠার।