AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নতুন নির্দেশিকা বোর্ডের, মিলল গ্রিন সিগন্যাল!

Indian Premier League: সব কিছুর জন্যই অপেক্ষা সরকারের গ্রিন সিগন্যালের। সেটাই কি মিলল? ইঙ্গিত তেমনই। বোর্ডের তরফে ফ্র্যাঞ্চাইজিগুলিকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। যদিও বোর্ড সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করেনি।

IPL 2025: আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নতুন নির্দেশিকা বোর্ডের, মিলল গ্রিন সিগন্যাল!
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 11, 2025 | 5:10 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গ্রিন সিগন্য়াল? এমনটাই মনে করা হচ্ছে। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিরীহ পর্যটকদের মৃত্যুর জবাবে অপারেশন সিঁদুর করেছে ভারত সরকার। ভারত-পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির জেরে এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছিল আইপিএল। বিকল্প পরিকল্পনাও করছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সীমিত ভেনুতে বাকি ম্যাচগুলো করা হতে পারে। তবে সব কিছুর জন্যই অপেক্ষা সরকারের গ্রিন সিগন্যালের। সেটাই কি মিলল? ইঙ্গিত তেমনই। বোর্ডের তরফে ফ্র্যাঞ্চাইজিগুলিকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। যদিও বোর্ড সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করেনি।

আইপিএলের এ মরসুম মোট ৭৪টির মধ্যে ৫৭টি ম্যাচ হয়ে গিয়েছিল। ৫৮তম ম্যাচটি মাঝপথে স্থগিত করা হয়। লিগ পর্বে আরও ১২টি ম্যাচ বাকি। প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে ১৬টি ম্যাচ। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, বোর্ডের তরফে ফ্র্যাঞ্চাইজিগুলিকে বলা হয়েছে ১৩ মে অর্থাৎ মঙ্গলবারের মধ্যে প্লেয়ারদের রেডি রাখতে। লিগ পর্বের ১২টি ম্যাচ কমপ্লিট করতে অন্তত দু-সপ্তাহ প্রয়োজন। প্লে-অফ পর্ব-ফাইনালের জন্য আরও ৬ দিন। এর জন্য ফাইনাল নির্ধারিত তারিখে নাও হতে পারে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির কাছেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবারের মধ্যে প্লেয়ারদের একজায়গায় করার জন্য। সূত্রের খবর, ২৫ মে-র পরিবর্তে আইপিএল ফাইনাল হতে পারে ২৯ মে। নির্দিষ্ট তিনটি ভেনু অর্থাৎ চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে ম্যাচগুলি করার ভাবনা রয়েছে বোর্ডের। ১৬ মে থেকে শুরু হতে পারে আইপিএলের বাকি ম্যাচগুলি। আজ রাতেই হয়তো সূচি প্রকাশ করবে ভারতীয় বোর্ড।