
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরুটা হয়েছিল হতাশায়। সেখান থেকে ঘুরে দাঁড়াতে ব্যর্থ ঋষভ পন্থ। এ মরসুমে লখনউ সুপার জায়ান্টসে খেলছেন। নেতৃত্বও দিচ্ছেন। কিন্তু ক্যাপ্টেনের ব্যাটে প্রথম তিন ম্যাচে রান আসেনি। টিম একটি ম্যাচ জিতেছিল। দলের জয়েও অস্বস্তি হয়ে দাঁড়িয়েছিল পন্থের পারফরম্যান্স। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের ট্যাগ। এ মরসুমে তাঁকে ২৭ কোটিকে নিয়েছে লখনউ। তাঁর ব্যাটিং পারফরম্যান্সে আবারও প্রশ্ন উঠল।
শূন্য দিয়ে লখনউ জার্সিতে অভিষেক হয়েছিল পন্থের। এর পর ১৫ রানের ইনিংস। গত ম্যাচে সিঙ্গল ডিজিটেই ফেরেন। সবচেয়ে অস্বস্তি ছিল তাঁর আউট হওয়ার ধরন। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে বাড়তি নজর ছিল পন্থের ব্যাটিংয়ে। দুই ওপেনার দারুণ পারফর্ম করেন। সেই অর্থে মাথায় চাপ নিয়ে ব্যাটিংয়ে নামতে হয়নি। পন্থের কাছে সুযোগ ছিল সময় নিয়ে ইনিংস গড়ার। উল্টোদিকে মার্কব়্যামের মতো সেট ব্যাটার ছিলেন।
লখনউয়ের পিচে এদিন বাউন্স তুলনামূলক কম। এর সঙ্গে মানিয়ে নিয়ে মিচেল মার্শ ও এইডেন দুর্দান্ত ব্যাটিং করেন। হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে ফেরেন পন্থ। এর জন্য কৃতিত্ব প্রাপ্য করবিন বশেরও। হার্দিকের স্লোয়ারে মাত। ব্য়াটে বলে হয়নি। মিড অফে ডাইভ দিয়ে অনবদ্য ক্য়াচ করবিন বশের। মাত্র ২ রানেই পন্থের ইনিংস ইতি। মুম্বই টিম সেলিব্রেশনে মেতে। সে সময়ই জায়ান্ট স্ক্রিনে ধরা হয় লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। বশের ক্যাচে মুগ্ধ, মুখে হাসি ধরে রেখেছেন। তবে পন্থের ব্যাটিংয়ে কতটা হতাশ, তা অবশ্য ক্যামেরায় ধরা পড়েনি।
Hardik Pandya wins the battle of captains 💙
Rishabh Pant departs courtesy of an excellent catch by Corbin Bosch! 🔥
Updates ▶️ https://t.co/HHS1Gsaw71#TATAIPL | #LSGvMI | @mipaltan | @hardikpandya7 pic.twitter.com/bntlAsAx0P
— IndianPremierLeague (@IPL) April 4, 2025