
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব শেষ। কাল শুরু প্লে-অফ পর্ব। ১০ দলের টুর্নামেন্ট, আপাতত লড়াই চার দলের। আগামী কাল প্রথম কোয়ালিফায়ার। মুখোমুখি হবে পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগে নিজেদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে টপ টু নিশ্চিত করেছিল পঞ্জাব কিংস। অন্য দিকে, লিগ পর্বের শেষ ম্যাচে অবিশ্বাস্য জয় ছিনিয়ে টপ টু ফিনিশ করেছে আরসিবি। আর এই ম্যাচেই সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন লখনউ সুপার জায়ান্টস ক্যাপ্টেন ঋষভ পন্থ। যদিও তাঁর অপরাজিত সেঞ্চুরি দলের জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। উল্টে ম্যাচের পর ৬৬ লক্ষ টাকার ক্ষতি লখনউ ক্যাপ্টেনের!
আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হোম গ্রাউন্ডে ঋষভ পন্থের অপরাজিত সেঞ্চুরি এবং মিচেল মার্শের অনবদ্য ইনিংসে আরসিবিকে ২২৮ রানের বিশাল টার্গেট দিয়েছিল লখনউ। তবে বিরাট কোহলি এবং পঞ্চম উইকেটে মায়াঙ্ক আগরওয়াল ও জীতেশ শর্মার অবিশ্বাস্য জুটিতে এই রান তাড়া করে জেতে আরসিবি। আইপিএলে আরসিবির এটিই সবচেয়ে বড় রান তাড়া করে জেতার রেকর্ড। শুধু তাই নয়, এই নিয়ে মাত্র তৃতীয় বার ২০০-র বেশি স্কোর তাড়া করে জিতেছে আরসিবি।
ম্যাচে স্লো ওভার রেটের জন্য ৩০ লক্ষ টাকা জরিমানা হয়েছে লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থের। তা হলে ৬৬ লক্ষ কী করে হল! এর আগে দু-ম্যাচে স্লো-ওভার রেটের জন্য মোট ৩০ লক্ষ টাকা জরিমানা হয়েছিল ঋষভ পন্থের। প্রথম বার ৫ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে স্লো-ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল পন্থের। একই কারণে দ্বিতীয় বার বেশি জরিমানা হয়। ২৭ এপ্রিলের ম্যাচও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই স্লো ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা হয়।
আইপিএলে এ মরসুমে নিয়ম পরিবর্তন হয়েছে। আগে দুটো জরিমানার পর তৃতীয় বার একই ভুল হলে এক ম্যাচের নির্বাসন দেওয়া হত। যে কারণে এ বারের আইপিএলে প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়াকে পায়নি মুম্বই। এবার থেকে অবশ্য পরিষ্কার করে দেওয়া হয়েছিল, স্লো ওভার রেটের জন্য শুধুমাত্র জরিমানাই হবে, কোনও ক্যাপ্টেনকে আর নির্বাসিত করা হবে না। নয়তো আরসিবি ম্যাচের পর ঋষভ পন্থের ৩০ লক্ষ জরিমানাতেই শেষ হত না। এক ম্যাচ নির্বাসিতও হতেন পন্থ। যে কারণে আগামী মরসুমে প্রথম ম্যাচ খেলতে পারতেন না। নিয়ম বদলের কারণে আর্থিক জরিমানাতেই মুক্তি। তবে এক মরসুমে সব মিলিয়ে ৬৬ লক্ষ তাঁর জরিমানাতেই গেল!